২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

- ছবি : সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।

বায়ু দূষণ উপেক্ষা করে প্রথম ম্যাচ গড়িয়েছে মাঠে। ঘূর্ণিঝড়ের কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়ানো নিয়ে দেখা দেয় শঙ্কা। কিন্তু দিনের বোলায় রাজকোটের ঝলমলে রোদ জানিয়ে দিয়েছে- বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানোর যথেষ্ট সম্ভাবনা আছে। অবশেষে সেটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

টস জিতে ভারতীয় অধিনায়ক রোহিত শার্মা বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম।

ভারতীয় একাদশ : রোহিত শার্মা, শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, স্রেয়াশ আয়ার, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), শিভাম দুবে, ক্রুণাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপাক চাহার, খলিল আহদেম, যুজবেন্দ্র চাহাল।


আরো সংবাদ



premium cement