২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিনামূল্যে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপভোগ করবে বরিশালবাসী

বাংলাদেশ-শ্রীলঙ্কার চার দিনের ম্যাচ শুরু কাল
বাংলাদেশ দলের অনুশীলন - ছবি : নয়া দিগন্ত

এবারই সর্বপ্রথম বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। আগামীকাল শনিবার সকাল নয়টায় খেলার উদ্বোধন করা হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সকাল সাড়ে নয়টায় স্টেডিয়ামের মাঠে শুরু হবে চার দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের বল-ব্যাটের লড়াই।

আন্তর্জাতিক এ খেলা উপভোগ করার জন্য দর্শকদের গ্যালারিতে প্রবেশ করতে কোনো প্রবেশ ফি লাগবে না। ম্যাচের প্রতিটি খেলা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

শনিবার সকাল নয়টায় আন্তর্জাতিক এ ক্রিকেট ম্যাচের উদ্বোধন করবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এদিকে, খেলা শুরু আগের দিন শুক্রবার বৈরী আবহাওয়ায় দিনভর গুড়ি গুড়ি বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের ন্যায় উভয় দলের খেলোয়াড়রা স্টেডিয়ামে অনুশীলন করতে পারেননি। তবে প্রথম দিন বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দলের ও বিকেলে শ্রীলঙ্কা দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করেছেন।

উভয় দলের খেলোয়াড়দের থাকা হোটেলের চারপাশে সার্বিক নিরাপত্তাসহ আসা-যাওয়ার পথ এবং স্টেডিয়ামে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, শনিবার সকালে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের চার দিনের যুব আন্তর্জাতিক ম্যাচ সফলকরতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি আরো বলেন, বরিশাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হলেও এ মাঠে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। তাই বাংলাদেশ-শ্রীলঙ্কার যুব আন্তর্জাতিক এ ম্যাচটি বরিশালের জন্য এসিড টেস্টের মতো। এ ম্যাচের মধ্যদিয়েই বরিশালে আরো বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব হবে।

আর এজন্য তিনি সকলের সার্বিক সহায়তায় এই ম্যাচ সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানিয়ে বলেন, আন্তর্জাতিক এ ম্যাচ আয়োজনের জন্য বিসিবি ও জেলা ক্রীড়াসংস্থার ব্যবস্থাপনায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামকে সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, খেলোয়াড়দের পুরো নিরাপত্তায় র‌্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলাবাহিনী দায়িত্বে রয়েছেন। তবে মূল নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব সিকিউরিটি টিম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলমগীর খান আলো বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের চার দিনের যুব আন্তর্জাতিক ম্যাচ শুরুর আগের দিন শুক্রবার দিনভর বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনের মতো উভয় দলের ক্রিকেটাররা স্টেডিয়ামে অনুশীলন করতে পারেননি। তবে আগের দিনের (বৃহস্পতিবার) উভয় দলের অনুশীলনকে ঘিরে ৩০ হাজারের ওপর দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন গ্যালারি নিয়ে স্থাপিত বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চারপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো চোখেপড়ার মতো।

বিসিবি’র সিনিয়র সিকিউরিটি কো-অর্ডিনেটর শামীম কালাম আজাদ ও সিকিউরিটি কর্মকর্তা মো: আরিফুর রহমান বলেন, উভয় দেশের খেলোয়াড়দের হোটেল থেকে স্টেডিয়ামে আনা ও স্টেডিয়াম থেকে মাঠে নেয়ার ক্ষেত্রে বরিশালের চৌকস নিরাপত্তা বাহিনী বিসিবি’র সিকিউরিটি কাঠামো মেনে তাদের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রায় ৩০ একর আয়তনের বরিশাল স্টেডিয়াম প্রতিষ্ঠার পর ৫৩ বছরে এই প্রথম কোনো বিদেশী দল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে বরিশালে এসেছে। ফলে বরিশালের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।


আরো সংবাদ



premium cement