২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

পাপনের পদত্যাগ চান শোয়েব আখতার

শোয়েব আখতার - ছবি : ইউটিউব থেকে নেয়া

সাকিব-তামিমদের আন্দোলনে পুরো ক্রিকেট বিশ্বেই ঝড় উঠেছে। আগের দিন ক্রিকেটারদের আন্তর্জাতিক সংস্থা তাদের সাথে সংহতি প্রকাশ করেছে। এবার ক্রিকেটারদের সাথে একাত্বতা প্রকাশ করলেন সাবেক স্পিডস্টার শোয়েব আখতার।

ক্রিকেটারদের দাবির প্রতি সমর্থনের পাশাপাশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগ চেয়েছেন শোয়েব আখতার।

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে শোয়েব আখতার বলেন, খেলোয়াড়রা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছে। আমি সবসময়ই ক্রিকেটারদের পাশে আছি, সেটি যেকোন দেশেরই হোক না কেন। বাংলাদেশ বিগত কয়েক বছরে বেশ ভালো খেলছে। কিন্তু তাদের যথাযথ সুযোগ-সুবিধা দেয়া হয়নি।

সাবেক এই পাকিস্তানি তারকা বলেন, বিসিবি সভাপতির পদত্যাগ করা উচিত। বাংলাদেশের ক্রিকেটের জন্য তিনি সঠিক ব্যক্তি নন। সঠিক কাজটি তিনি করতে পারছেন না।

শোয়েব বলেন, মুশফিকুর রহীম, মোস্তাফিজুর রহমান, সাকিব ্অল হাসানরা দারুণ করছে সাম্প্রতিক সময়ে। কিন্তু তাদের যথাযথবাবে মূল্যায়ন করা হচ্ছে না। তাদের সুযোগ সুবিধার দাবিগুলো ন্যায্য।

গত সোমবার হঠাৎ করেই ১১ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেন সাকিব-তামিমরা। বুধবার গুলশান এক সংবাদ সম্মেলন করে আরও দুটি দাবি সংযোজন করেন ক্রিকেটাররা। অবশ্য বুধবার রাতেই ক্রিকেটারদের সঙ্গে বসে তাদের দাবি-দাওয়া মেনে নেন বিসিবি সভাপতি।


আরো সংবাদ



premium cement