২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

লজ্জার রেকর্ড গড়ার পরও দলে আকমল

শূন্যতে আউট হয়ে হতবাক আকমল - সংগৃহীত

লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচটি আজ সন্ধ্যায় খেলতে নামবে পাকিস্তান। প্রথম দুই ম্যাচে জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে লঙ্কানরা। কিন্তু শেষটা ভালো করার আশায় আছে পাকিস্তান। আজকের ম্যাচেও দলে রাখা হয়েছে লজ্জার রেকর্ড গড়া উমর আকমল এবং আহমেদ শেহজাদকে। আগের দুই ম্যাচে শূন্যতে সাজঘরে ফিরেছিলেন আকমল। আর দুই ম্যাচে মাত্র ১৭ রান করেন শেহজাদ।

তারপরও কেন দলে তারা?

দলের নতুন হেড কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হকের মতে, 'পাকিস্তানের টি-২০তে এই দু'জন ব্যাটসম্যানের চেয়ে ভালো পারফরমেন্স আর কারো নেই। তাই আরো একবার তারা সুযোগ পেতে পারেন তারা। যেহেতু ঘরোয়া ক্রিকেটে তারা খেলেন, তাই তাদের দলে রাখা হয়েছে।'

যদি তারা ভালো খেলতে না পারেন?

মিসবাহের জবাব, 'অবশ্যই, এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে। কিন্তু একটা দল গড়তে হলে আপনাকে এক্সপেরিমেন্ট করতেই হবে। তুমি যখন কারো সাথে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে, তখন তাকে কীভাবে ব্যবহার করতে হবে, তা ভালোভাবেই তুমি জানবে।'

সমাপ্তিটা এভাবে টানেন তিনি, 'আমাদের আরো একটু ধৈর্য্য ধরতে হবে। এই উত্তরের জন্য সামনের সিরিজটা পর্যন্ত অপেক্ষা করতে হবে।'

উল্লেখ্য, পাকিস্তানের হয়ে টি-২০তে সবচেয়ে বেশি শূন্য রানে আউটের মালিক এখন আকমল। ৮৪টি ম্যাচে ১০টি ডাক মেরেছেন তিনি।

-ক্রিকইনফো


আরো সংবাদ



premium cement