২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জাতীয় ক্রিকেট লিগে কে কোন দলে

- ছবি : সংগৃহীত

বিপ টেস্টের বাধ্যবাধকতা আর পারফরম্যান্স বিচার করে জাতীয় ক্রিকেট লিগের আট দল ঘোষণা করেছেন নির্বাচকরা। বিপ টেস্টে বেধে দেওয়া নূন্যতম ১১ তুলতে না পারলেও তাতে জায়গা হয়েছে আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল নাসির হোসেনদের। একই কারণে তুষার ইমরান, সোহাগ গাজীদের দলে রাখলেও ‘ফিটনেস সাপেক্ষে’ কথাটি উল্লেখ করা হয়েছে।

উল্লেখযোগ্য বাদ পড়াদের মধ্যে আছেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ শরীফ। প্রথম শ্রেণীতে বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ৩৯৩ উইকেট নিলেও এবার ৩৮ বছর বয়েসী এই পেসারের জায়গা হয়নি জাতীয় লিগে। বিপ টেস্টে মাত্র ৫.৯ তুলায় জায়গা পাননি মোহাম্মদ শহীদ।

তরুণদের মধ্যে বিপ টেস্টে ১১ তুলতে না পারা ইয়াসির আলি রাব্বি জায়গা পেয়েছেন নিজ বিভাগের দল চট্টগ্রামেই। তবে বরাবর ঢাকা মেট্রোর হয়ে খেলে আসা আশরাফুলের এবার জায়গা হয়েছে বরিশাল বিভাগে।

রাজশাহী বিভাগ:

জুনায়েদ সিদ্দিকী, মিজানুর রহমান, জহুরুল ইসলাম, অভিষেক মিত্র, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোহাইমিনুল খান চৌধুরী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, শফিকুল ইসলাম, সাকলাইন সজীব, শাকির হোসেন, মোহর শেখ অন্তর।

খুলনা বিভাগ:

ইমরুল কায়েস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তুষার ইমরান (ফিটনেস ক্লিয়ারেন্স সাপেক্ষে), নাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, জিয়াউর রহমান, খান আব্দুর রাজ্জাক, ইমরানুজ্জামান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আল-আমিন হোসেন, হাসানুজ্জামান।

ঢাকা মেট্রো:

সাদমান ইসলাম, রাকিন আহমেদ, শামসুর রহমান, মাহমুদউল্লাহ, মার্শাল আইয়ুব, আল-আমিন জুনিয়র, জাবিদ হোসেন, সৈকত আলি, আরাফাত সানি, মোহাম্মদ শহিদুল, আবু হায়দার রনি, মানিক খান, মোহাম্মদ ইলিয়াস, আমিনুল ইসলাম বিপ্লব।

সিলেট বিভাগ:

ইমতিয়াজ হোসেন তান্না, জাকির হাসান, জাকের আলি অনিক, অলক কাপালী, শানানুর রহমান, এনামুল হক জুনিয়র, রাহাতুল ফেরদৌস জাভেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, ইমরান আলি ইনাম, ইবাদত হোসেন, তৌফিক খান তুষার, নাসুম আহমেদ, রুহেল মিয়া, মিজানুর রহমান সায়েব, রেজাউর রহমান রেজা।

ঢাকা বিভাগ:

নাদীফ চৌধুরী, শুভাগত হোম, রকিবুল হাসান, রনি তালুকদার, আব্দুল মজিদ, তৈবুর রহমান, নাজমুল ইসলাম অপু, সাইফ হাসান, শাহাদত হোসেন, জয়রাজ শেখ, সালাউদ্দিন শাকিল, সুমন খান, হৃদয় খান, জুবায়ের হোসেন।

রংপুর বিভাগ:

মেহেদী মারুফ, ফারদীন হাসান অনি, মাহমুদুল হাসান লিমন, নাঈম ইসলাম, নাসির হোসেন, তানবীর হায়দার, সোহরাওয়ার্দি শুভ, আলাউদ্দিন বাবু, সাজেদুল ইসলাম শুভাশিস রয়, সঞ্জিত সাহা, রবিউল হক, মাইশুকুর রহমান, হামিদুল ইসলাম হিমেল।

বরিশাল বিভাগ:

কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজী (ফিটনেস সাপেক্ষে), ফজলে রাব্বি মাহমুদ, মনির হোসেন, সালমান হোসেন, নুরুজ্জামান, তানবীর ইসলাম, শামসুল ইসলাম অনিক, তৌহিদুল ইসলাম রাসেল (ফিটনেস সাপেক্ষে), মইন খান, রাফসান মাহমুদ।

চট্টগ্রাম বিভাগ:

তামিম ইকবাল, মুমিনুল হক (অধিনায়ক), সাদিকুর রহমান, পিনাক ঘোষ, ইয়াসির আলি রাব্বি, তাসামুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মাসুম খান টুটুল, মেহেদী হাসান (অ-১৯), নোমান চৌধুরী, মিনহাজুল আবেদিন আফ্রিদি, শওকত হোসেন, ইরফান শুক্কুর, নাঈম হাসান।


আরো সংবাদ



premium cement