২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

- ছবি : সংগৃহিত

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে। মুদ্রা নিক্ষেপে টস হেরে ফিল্ডিংয়ে নামছে জিম্বাবুয়ে।

এর আগে জিম্বাবুয়ে ৩টি ম্যাচ খেলেছে, সবকটি ম্যাচেই তারা হেরেছে। সিরিজ থেকে তাদের বিদায় নিয়ে কোনো সংশয় নেই। আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচটি ২৮ রানে হারে তারা। তবে অধিনায়ক হ্যামিল্টন মাসাকদজাকে বিদায়ী ম্যাচটি জয় উপহার দিতে চায় জিম্বাবুয়ে।

অন্য দিকে আফগানিস্তান এই সিরিজের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। ইতোমধ্যে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আফগানরা। তাই আত্মবিশ্বাসও তুঙ্গে রয়েছে রশিদ-নবীদের। এই ম্যাচেও জয়ের জন্যই নামবে তারা।

আফগানিস্তান স্কোয়াড : হজরতুল্লাই জাজাই, নাজীব তারাকী, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব,শফিকুল্লাহ শফিক, শরাফুদ্দিন আশরাফ, রশিদ খান (অধিনায়ক), মুজিবুর-উর-রহমান দৌওলাত জাদরান, কারিম জান্নাত, ফারিদ মালিক, ফজল নাজাই, শহীদুল্লাহ কামাল, নাবিদ-উল-হক,রাহমানুল্লাহ গুরবাজ।

জিম্বাবুয়ে স্কোয়াড: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), শেন উইলিয়ামসন, নেভিলে মাদজিভা, টিনোটেন্ডা মুতোম্বোজি, টনি মুনায়েঙ্গা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, কাইল জার্ভিস, ক্রেইগ এরভিন, ব্রেন্ডন টেইলর, টিমিসেন মারুমা, রায়ান বুরল।


আরো সংবাদ



premium cement