১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ধোনিকে নিয়ে 'বিতর্কিত' টুইট, কারণ জানালেন বিরাট

-

দিন কয়েক আগে টুইটারে মহেন্দ্র সিংহ ধোনির সাথে ‘রানিং বিটউন দ্য উইকেট’-এর একটি ছবি পোস্ট করে ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছিলেন, ‘এই ম্যাচটার কথা কখনও ভুলতে পারব না। ওটা ছিল স্পেশাল নাইট। এই লোকটার সাথে রান নেয়া মানেই ফিটনেস টেস্ট দেয়া।’

এই টুইটের পরই সাবেক অধিনায়ক ধোনির অবসর ঘোষণা নিয়ে শুরু হয়ে যায় জল্পনা-কল্পনা। ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে কিনা, তা জানতে চেয়ে ভক্তরা সোশাল মিডিয়া পোস্ট করেন। অনেকে আবার দাবি করেন, ধোনি কবে অবসর নেবেন, তা ভালো করেই জানেন কোহালি। তাই পুরনো স্মৃতি তুলে ধরে পূর্বসূরিকে শ্রদ্ধা জানিয়েছেন।

অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরুর আগে এক সংবাদ সম্মেলনে আজ বিষয়টি পরিস্কার করেন বিরাট। বলেন, ‘কোনো কিছু ভেবে আমি ওই টুইট করিনি। বাড়িতে বসে পুরনো ছবি ঘাঁটতে ঘাঁটতে ওই ছবিটা খুঁজে পাই। কিন্ত তা পোস্ট করতেই যে খবর হয়ে যাবে ভাবিনি।’

তবে এই ঘটনা থেকে তিনি যে শিক্ষা নিয়েছেন, তা জানাতে ভোলেননি ভারত অধিনায়ক। কোহালির উপলব্ধি, তিনি যেভাবে ভাবছেন, বাকিরা যে একইভাবে ভাববেন, এমন কোনো কারণ নেই।

২০১৬ টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের কথা উল্লেখ করেছিলেন বিরাট। বিশ্বকাপের গ্রুপের শেষ ম্যাচে (কার্যত যা ছিল কোয়ার্টার ফাইনাল) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধোনির সাথে তার ‘রানিং বিটউন দ্য উইকেট’ ফেসবুক ও টুইটারে আপলোড করেছিলেন কোহলি। এই ম্যাচে ১৬১ রান তাড়া করতে নেমে ভারত প্রথম দিকে সমস্যায় পড়েছিল ভারত। কিন্তু ধোনি ও বিরাটের ব্যাটে পাঁচ বল বাকি থাকতেই ম্যাত জিতেছিল ভারত।

ইনিংসের শেষ দিকে এক ওভারে ধোনির সাথে চারবার দু’রান করে নেয়ার জন্য সাবেক ভারত অধিনায়কের প্রশংসা করেন বিরাট। ধোনি ও কোহলির ‘রানিং বিটউন দ্য উইকেট’-এর কাছে হেরে যায় অস্ট্রেলিয়া।

ধোনিকে নিয়ে তার মতামত সম্পর্কে বিরাট বলেন, ‘ধোনির সবচেয়ে বড় গুণ হলো ও ভারতীয় ক্রিকেট নিয়ে ভাবে। টিম ম্যানেজমেন্টে ধোনিকে নিয়ে যা ভাবে, ও তাই ভাবে।’ তরুণদের ও যেভাবে গ্রুমিং করে তা ভারতীয় ক্রিকেটেই উপকৃত হচ্ছে।’

ধোনিকে ছাড়াই অবশ্য প্রোটিয়াদের বিরুদ্ধে আজ টি-২০ সিরিজ খেলতে নামছে ভারত।


আরো সংবাদ



premium cement
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫

সকল