২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ধোনির অবসরের ঘোষণা আসতে পারে আজ

-

বৃহস্পতিবারই কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেবেন মহেন্দ্র সিং ধোনি? এমন জল্পনা-কল্পনা চলছে ভারতের ক্রিকেট অঙ্গনে।

টাইমস অব ইন্ডিয়া গ্রুপের বাংলা সংবাদ মাধ্যম ‘এই সময়’ জানিয়েছে, জল্পনার পিছনে দুটি কারণ- আজ সন্ধ্যা ৭টায় সাংবাদিক সম্মেলন ডেকেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এমনই খবর শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। দ্বিতীয়ত, অধিনায়ক বিরাট কোহলির একটি টুইট। ধোনির প্রশংসা করে হঠাৎই একটি টুইট করেছেন বিরাট। যা এই গুঞ্জনকে আরো জোড়ালো করেছে।

বিশ্বকাপের পর বোর্ডের থেকে দু’মাসের ছুটি নিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় সেনাবাহিনীর সম্মানসূচক লেফট্যানেন্ট কর্নেল ধোনি দুই মাস সেনাদের সাথে ডিউটি করেছেন কাশ্মির উপত্যকায়। যে কারণে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে।

তবে আপাতত ধোনিকে ছাড়াই টিম গড়ার পথে হাঁটছেন নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ধোনি দলে থাকবেন কিনা, তা নিয়ে জল্পনার শেষ নেই। প্রসঙ্গত, বিশ্বকাপের পরই প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নির্বাচক প্রধান প্রসাদ। বিশ্বকাপের মঞ্চ থেকেই ধোনির বিদায়ের গুঞ্জনও ছিলো, কিন্তু ধোনি পিছিয়ে দেন অবসর পরিকল্পনা।

এর মধ্যেই অবসরের গুঞ্জনকে আরো জোড়ালো করেছে ধোনির ডাকা সাংবাদিক সম্মেলনের খবর। যদিও সংবাদ সম্মেলনের বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি কোন ঘনিষ্ঠজনের মাধ্যমে।

কোহলির টুইট

 

এছাড়াও অধিনায়ক বিরাট কোহলির একটি টুইটও সেই ইঙ্গিত দিচ্ছে। ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১০ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের একটি ছবি পোস্ট করেছেন বিরাট কোহলি। সেই সাথে লিখেছেন, ‘এই ম্যাচ কখনই ভুলতে পারব না। বিশেষ রাত ছিল। ফিটনেস টেস্টের মতোই দৌড় করিয়েছিলেন উনি আমাকে (ধোনি)।’

প্রসঙ্গত, সেদিন অজিদের করা ১৬১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৫ রানের পার্টনারশিপ গড়েছিলেন যুবরাজ সিং ও বিরাট কোহলি। তবে যুবরাজের আউটের পর ধোনি-কোহলি জুটিই ম্যাচ বের করে নেয়। বিশ্ব ক্রিকেটে ‘বেস্ট রানিং বিটুইন দ্য উইকেটস’-এর জন্য বিখ্যাত ধোনি প্রায় প্রতি বলেই সিঙ্গলস কিংবা ডাবলস নিয়েছিলেন। যার জেরে বেশি দৌড়তে হয়েছিল কোহলিকেও। সেই প্রসঙ্গ উল্লেখ করেই কোহলির এই টুইট। কিন্তু আজ কেন এটি মনে পড়লো কোহলির!


আরো সংবাদ



premium cement
‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ

সকল