২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

টেলরে বিধ্বস্ত লঙ্কা

টেলরে বিধ্বস্ত লঙ্কা - ছবি : সংগৃহীত

রস টেলরের ঠাণ্ডা মাথার ব্যাটিং শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে দুরন্ত জয় এনে দিলো নিউজিল্যান্ডকে৷ ব্যর্থ হলো কুশল মেন্ডিসের অনবদ্য লড়াই৷

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা৷ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে সিংহলিরা৷ হাফ-সেঞ্চুরি করেন মেন্ডিস৷ তাকে সহায়তা করেন নিরোশন ডিকওয়েলা৷ কিউয়ি অধিনায়ক টিম সাউদি বল হাসে সামনে থেকে নেতৃত্ব দেন৷

পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৯.৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৫ রান তুলে নেয়৷ ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করলেও দলকে জয়ের মঞ্চে বসিয়ে দিয়ে যান টেলর৷ তাকে যথাযথ সহায়তা করেন কলিন ডি গ্র্যান্ডহোম৷ মালিঙ্গা আপ্রাণ চেষ্টা করেও কিউয়িদের জয় থেকে দূরে সরিয়ে রাখতে পারেননি৷

শ্রীলঙ্কার হয়ে ইনিংসের শুরুটা মন্দ করেননি মেন্ডিস ও কুশল পেরেরা৷ ওপেনিং জুটিতে দু’জনে ৪১ রান যোগ করেন৷ শেষে ১০ বলে ১১ রান করে পেরেরা আউট হন সাউদির বলে৷ আবিস্কা ফার্নান্দো ১৭ বলে ১০ রানের সতর্ক ইনিংস খেলে ক্রিজ ছাড়েন৷ তাকে আউট করেন মিচেল স্যান্টনার৷

মেন্ডিস ৭৯ রানের ঝকঝকে ইনিংস খেলে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান৷ ৫৩ বলের ইনিংসে তিনি ৮টি চার ও ২টি ছক্কা মারেন৷ ইনিংসের শেষ ওভারে নিরোশন ডিকওয়েলা আউট হন ২৫ বলে ৩৩ রান করে৷ ইনিংসের শেষ তিনটি বল ব্যাট করে ইসুরু উদানা ১৫ রান যোগ করেন৷ তিনি ২টি ছক্কা মারেন৷ দাসুন শানাকা নটআউট থাকেন ব্যক্তিগত ১৭ রানে৷ সাউদি ২টি ও স্যান্টনার ১টি উইকেট নেন৷

তুলনায় নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি৷ মাত্র ৩৯ রানের মধ্যে কলিন মুনরো (০), মার্টিল গাপ্তিল (১১) ও টিম সেফার্তের (১৫) উইকেট হারিয়ে বসে কিউয়িরা৷ চার নম্বরে ব্যাট করতে নেমে কলিন ডি গ্র্যান্ডহোম ২৮ বলে ৪৪ রান করেন৷ তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন৷ রস টেলর আউট হন ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৪৮ রান করে৷ ড্যারিল মিচেল ২৫ ও স্যান্টনার ১৪ রান করে অপরাজিত থাকেন৷ মালিঙ্গা ও ওয়ানিন্দু ডি’লিসভা ২টি করে উইকেট নেন৷ ১টি উইকেট ধনঞ্জয়ার৷ ম্যাচের সেরা হয়েছেন টেলর৷


আরো সংবাদ



premium cement
নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর

সকল