২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রেকর্ডে রেকর্ডে ওয়ানডে সিরিজে এগিয়ে গেল ভারত

রেকর্ডে রেকর্ডে ওয়ানডে সিরিজে এগিয়ে গেল ভারত - ছবি : সংগৃহীত

সফরের শুরুতেই টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ভারত৷ এবার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া৷ পোর্ট অফ স্পেনে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ক্যারিবিয়ানদের ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫৯ রানে পরাজিত করে মেন ইন ব্লু’রা৷ বিরাট কোহলি যেমন রেকর্ড গড়েছেন, ক্রিস গেইলও খুব পিছিয়ে থাকেননি।

টস জিতে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৭৯ রান তোলে৷ অনবদ্য শতরান করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ তাঁকে যথাযোগ্য সঙ্গত করে হাফসেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ার৷ কার্লোস ব্রাথওয়েট প্রভাবশালী বোলিং করেন৷ উইকেট তোলেন কটরেল, হোল্ডার, রোস্টন চেসরাও৷

ওয়েস্ট ইন্ডিজ জবাবে ব্যাট করতে নামলে বৃষ্টিতে বেশ কিছুটা সময় নষ্ট হয়৷ ফলে ক্যারিবিয়ান ইনিংসের দৈর্ঘ্য ছোট হয়ে দাঁড়ায় ৪৬ ওভারে৷ তাতে জয়ের জন্য হোল্ডারদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৭০ রানের৷ শেষমেশ ৪২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ অল-আউট হয়ে যায় ২১০ রানে৷ এভিন লুইস ও নিকোলাস পুরান ছাড়া ব্যাট হাতে প্রতিরোধ গড়তে পারেননি কেউই৷ ভুবনেশ্বর কুমারের নিয়ন্ত্রিত স্যুইংয়ে ধরাশায়ী হয় ওয়েস্ট ইন্ডিজ৷ পাল্লা দিয়ে উইকেট তোলেন শামি, কুলদীপরাও৷

ভারতীয় ইনিংসের শুরুটা এই ম্যাচে মনে রাখার মতো হয়নি৷ মাত্র ২ রান করে কটরেলের বলে এলবিডব্লু হন শিখর ধাওয়ান৷ কোহলির সঙ্গে জুটিতে ৭৪ রান যোগ করলেও ব্যক্তিগত ১৮ রানের মাথায় রোস্টন চেসের বলে আউট হয়ে বসেন রোহিত শর্মা৷ ৩৪ বলের সতর্ক ইনিংসে হিটম্যান ২টি বাউন্ডারি মারেন৷ ঋষভ পন্ত চার নম্বরে ব্যাট করতে নেমে ৩৫ বলে ২০ রান করে ব্রাথওয়েটের বলে বোল্ড হন৷ কোহলি ওয়ান ডে কেরিয়ারের ৪২তম এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ফর্ম্যাটে ৮ নম্বর সেঞ্চুরি করে আউট হন৷ ক্রিজ ছাড়ার আগে ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২৫ বলে ১২০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন বিরাট৷ কোহলির উইকেটটিও তুলে নেন ব্রাথওয়েট৷

শ্রেয়স আইয়ার পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৭১ রানের আগ্রাসী ইনিংস খেলেন৷ ৬৮ বলে ক্রিজে কাটিয়ে ৫টি চার ও ১টি ছক্কা হাঁকান আইয়ার৷ কেদার যাদব ২টি চারের সাহায্যে ১৪ বলে ১৬ রান করে রান-আউট হন৷ ভুবনেশ্বর কুমার ১ রান করে ব্রাথওয়েটের তৃতীয় শিকার হন৷ শামি ৫ বলে ৩ ও জাদেজা ১৬ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন৷

বিরাটের হাফডজন রেকর্ড
কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২৫ বলে ১২০ রান করে শুধু ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হননি কোহলি, বরং ভারত অধিনায়ক গড়েন বেশ কয়েকটি নজির৷ একঝলকে চোখ বুলিয়ে নেয়া যাক সেই সব রেকর্ডে৷…

# কুইন্স পার্ক ওভালে ১৯ রান করা মাত্রই ওয়ান ডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সব থেকে বেশি রান করা ক্রিকেটারে পরিণত হন ভারত অধিনায়ক৷ তিনি ভেঙে দেন সাবেক পাক তারকা জাভেদ মিঁয়াদাদের রেকর্ড৷ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মিঁয়াদাদ করেছেন ১৯৩০ রান৷ এই ম্যাচের আগে বিরাট কোহলি দাঁড়িয়েছিলেন ১৯১২ রানে৷ম্যাচের শেষে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তাঁর সর্বিক সংগ্রহ দাঁড়ায় ২০৩২ রান৷এই নিরিখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০০ রান করা প্রথম ক্রিকেটার হলেন কোহলি৷

# এই নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে মোট ৮টি সেঞ্চুরি করেন কোহলি, যা একটি রেকর্ড৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এতগুলো শতরান আর কারো নেই৷ একমাত্র ক্রিকেটার হিসাবে কোহলি এই নিয়ে তিনটি দেশের বিরুদ্ধে ৮টি করে ওয়ান ডে সেঞ্চুরি করলেন৷ ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও তিনি এমনটা করে দেখিয়েছেন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে৷ কোনো একটি দেশের বিরুদ্ধে সব থেকে বেশি ৯টি সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে সচিন টেন্ডুলকরের৷ এছাড়া টেন্ডুলকর ৮টি সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে৷ বাকিরা কেউই কোনো একটি দেশের বিরুদ্ধে সাতটি’র বেশি ওয়ান ডে শতরান করতে পারেননি৷

# পোর্ট অফ স্পেনে ১২০ রান করার পথে কোহলি ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গেলেন৷ সৌরভ ওয়ান ডে কেরিয়ারে সংগ্রহ করেছেন ১১৩৬৩ রান৷ সৌরভকে টপকাতে কোহলির প্রয়োজন ছিল ৭৮ রান৷ ইনিংসের ৩২তম ওভারের তৃতীয় বলে জেসন হোল্ডারকে থার্ডম্যান বাউন্ডারিতে পাঠিয়ে লক্ষ্যে পৌঁছে যান বিরাট৷ সৌরভকে টপকে বিরাট এখন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ওয়ান ডে রান সংগ্রহকারী৷ সামনে রয়েছেন শুধু কিংবদন্তি শচিন টেন্ডুলকর৷ যার সংগ্রহে রয়েছে রেকর্ড ১৮৪২৬ রান৷

মাইলস্টোন ম্যাচে লারার জোড়া রেকর্ড ভাঙলেন ক্রিস গেইল
ক্যারিবিয়ান ক্রিকেটার হিসাবে সর্বাধিক ওয়ান ডে খেলার নিরিখে আগের ম্যাচেই ব্রায়ান লারাকে ধরে ফেলেন ক্রিস গেইল৷ জর্জটাউনে গেইল খেলতে নেমেছিলেন কেরিয়ারের ২৯৯তম ওয়ান ডে৷ বৃষ্টিতে ম্যাচ মাঝপথেই পরিত্যক্ত হলেও লারার ২৯৯টি ওয়ান ডে খেলার রেকর্ড ছুঁয়েছিলেন দ্য ইউনিভার্স বস৷

পোর্ট অফ স্পেনে লারাকে টপকে যাওয়ার পাশাপাশি গেইল ছুঁয়ে ফেললেন আরো একটি মাইল ফলক৷ ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি ক্রিস গেইলের কেরিয়ারের ৩০০ নম্বর একদিনের অন্তর্জাতিক ম্যাচ৷ অর্থাৎ লারাকে টপকে ওয়ান ডে ক্রিকেটে প্রথম ক্যারিবিয়ান ক্রিকেটার হিসাবে তিনি ৩০০ ক্লাবের সদস্য হলেন৷

সব মিলিয়ে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে গেইল তিনশো ম্যাচ খেলা ২১ নম্বর ক্রিকেটার৷ সব থেকে বেশি ৪৬৩টি ওয়ান ডে খেলার রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের দখলে৷ পরের তিনটি স্থানে রয়েছেন তিন শ্রীলঙ্কার ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে (৪৪৮), সনৎ জয়সূর্য (৪৪৫) ও কুমার সাঙ্গাকারা (৪০৪)৷

এছাড়া একদিনের ক্রিকেটে তিনশো’র বেশি ম্যাচ খেলেছেন শাহিদ আফ্রিদি (৩৯৮), ইনজামাম-উল-হক (৩৭৮), রিকি পন্টিং (৩৭৫), ওয়াসিম আক্রম (৩৫৬), মহেন্দ্র সিং ধোনি (৩৫০), মুথাইয়া মুলরিধরণ (৩৫০), রাহুল দ্রাবিড় (৩৪৪), মহম্মদ আজহারউদ্দিন (৩৩৪), তিলকরত্নে দিলশান (৩৩০), জ্যাক কালিস (৩২৮), স্টিভ ওয়া (৩২৫), চামিন্ডা ভাস (৩২২), সৌরভ গাঙ্গুলি (৩১১), অরবিন্দ ডি’সিলভা (৩০৮), যুবরাজ সিং (৩০৪) ও শন পোলক (৩০৩)৷

এমন মাইলস্টোন ম্যাচে গেইল টপকে গেলেন ব্রায়ান লারার এক জোড়া রেকর্ড৷ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৯৫টি ওয়ান ডে ম্যাচের ২৮৫টি ইনিংসে ১০৩৪৮ রান করেছেন লারা৷ গেইল ২৯৭টি ম্যাচের ২৯০টি ইনিংসে ছাপিয়ে গেলেন লারাকে৷ ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তাঁর সংগৃহীত রান ১০৩৫৩৷ লারার এই রেকর্ড টপকাতে গেইলের দরকার ছিল ৭ রান৷ পোর্ট অফ স্পেনে গেইল আউট হন ১১ রান করে৷

আইসিসি একাদশের হয়ে খেলতে নামা ৪টি ম্যাচ মিলিয়ে লারা ২৯৯টি ওয়ান ডে ম্যাচের ২৮৯টি ইনিংসে ১০৪০৫ রান করেছেন৷ গেইল আইসিসি একাদশের হয়ে খেলেছেন ৩টি ম্যাচ৷ সেগুলি মিলিয়ে ৩০০টি ওয়ান ডে ম্যাচের ২৯৩টি ইনিংসে সংগ্রহ করলেন ১০৪০৮ রান৷ ক্রিকেটের রাজপুত্রর এই রেকর্ড ভাঙার জন্য দ্য ইউনিভার্স বসের প্রয়োজন ছিল ৯ রান, যা তিনি সংগ্রহ করে নিতে সক্ষম হন পোর্ট অফ স্পেনে৷

অর্থাৎ একই ম্যাচে লারাকে টপকে ক্যারিবিয়ান হিসাবে সব থেকে বেশি ওয়ান ডে খেলার নজির গড়েন গেইল৷ প্রথম ক্যারিবিয়ান ক্রিটেটার হিসাবে ৩০০ ওয়ান ডে খেলার রেকর্ড গড়েন তিনি৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শুধু মাত্র ওয়েস্ট ইন্ডিজের হয়ে সব থেকে বেশি রান করার রেকর্ড গড়েন এবং ক্যারিবিয়ান ক্রিকেটার হিসাবে সব থেকে বেশি ওয়ান ডে রান (আইসিসি একাদশ মিলিয়ে) করারও নজির গড়েন৷ দু’টি ক্ষেত্রেই গেইল ভেঙে দেন ব্রায়ান লারার রেকর্ড৷


আরো সংবাদ



premium cement