২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

‘‌যুগ্ম বিজয়ী ঘোষণা করলেই ভালো হতো’‌ : স্টোকসের মা

‘‌যুগ্ম বিজয়ী ঘোষণা করলেই ভালো হতো’‌ : স্টোকসের মা - ছবি : সংগৃহীত

অদ্ভুত দোটানায় তিনি। ছেলে বিশ্বকাপ জিতেছে। বাবা হিসেবে খুশিতে ডগমগ হওয়ার কথা। অথচ প্রাণ খুলে হাসতে পারছেন না। আনন্দও করতে পারছেন না!‌ জেরার্ড স্টোকস। বেন স্টোকসের বাবা।
কেন?‌ জেরার্ড স্টোকস কিউই বংশোদ্ভূত। এখনো থাকেন সে দেশেই। ফলে নিউজিল্যান্ডের হারে তার মন খারাপ হওয়াই স্বাভাবিক। কিন্তু ওদিকে ছেলের জন্যও তো আনন্দ, গর্ব হচ্ছে। তাই ঠিক কী করা উচিত এই মুহূর্তে বুঝে উঠতে পারছেন না জেরার্ড। বলেছেন, ‘‌হ্যাঁ ব্ল্যাক ক্যাপসদের জন্য মন খারাপ। তবে হৃদয়ে যদি হাত রেখে সত্যি কথা বলতে হয় তা হলে স্বীকার করছি, হ্যাঁ আমি বেন–এর জন্য খুশি। ওর দলের জন্যও খুশি। কিন্তু তাই বলে নিউজিল্যান্ডকে সমর্থন করা ছেড়ে দিলাম, এরকম নয়। আমি আগেও কিউইদের সমর্থক ছিলাম। আজও আছি। কালও তাই থাকব।’‌

বেন স্টোকসের যখন বারো বছর বয়স তখন ইংল্যান্ডে সপরিবার চলে গিয়েছিলেন জেরার্ড স্টোকস। কিন্তু ২০১৩ সালে জেরার্ড আর তার স্ত্রী ডেব ফিরে আসেন ক্রাইস্টচার্চে। বেন রয়ে যান ইংল্যান্ডে।

এই যে অনেকেই বলছেন বিশ্বকাপ ফাইনাল টাই হওয়ার পর যুগ্মবিজয়ী হিসেবে ঘোষণা করতে হতো ইংল্যান্ড আর নিউজিল্যান্ডকে। তিনিও কি একইরকম মনে করেন?‌ জেরার্ড স্টোকসের জবাব, ‘‌ড্র বা টাই ব্যাপারটা ভালো। তবে বিশ্বকাপ ফাইনালে যুগ্ম বিজয়ীর থেকে যেকোনো একটি দল চ্যাম্পিয়ন হওয়া অনেক বেশি ভালো।’‌

ফাইনালে ছেলে ম্যাচের সেরা। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার পর ছেলের সঙ্গে কথা হয়েছে?‌ জেরার্ড স্টোকস বলেছেন, ‘‌বেন যেভাবে ব্যাট করেছে, তা সত্যিই প্রশংসা করার মতো। কাপ জেতার জন্য সেদিন দুটো দলই প্রচণ্ড পরিশ্রম করেছে। ছেলে তো এই ম্যাচে অংশ নিতে এবং দলকে সাহায্য করতে পেরে গর্বিত। ওর কথা শুনে মনে হচ্ছিল, হাতে যেন চাঁদ পেয়েছে।’‌

এই যে ছেলের জন্য মন খুলে আনন্দ করতে পারছেন না, তাতে অস্বস্তি হচ্ছে না?‌ জেরার্ড স্টোকসের কথায়, ‘‌হচ্ছে তো বটেই। মাঝে মাঝে এই সমস্যায় পড়ি। ভারসাম্য রাখা কঠিন হয়ে যায় তখন। তবে চেষ্টা চালিয়ে যাই।’‌
বেন স্টোকসের মা ডেব স্টোকসও রোববার রাতে অদ্ভুত এক রোমাঞ্চ অনুভব করেছেন বিশ্বকাপ ফাইনাল দেখার সময়। বলেছেন, ‘‌জানেন খেলা শেষ হওয়ার পর নিজেকে সামলাতে পারিনি। কেঁদে ফেলেছিলাম। ব্ল্যাক ক্যাপসদের জন্য খুব খারাপ লেগেছে। উইলিয়ামসনরা সবটুকু দিয়েছিল। সেদিন দুটি দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করলেই ভালো হতো।’‌ ‌‌‌‌

 


আরো সংবাদ



premium cement
কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল