২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আইসিসি একাদশে আছেন সাকিব, বাদ কোহলি

আইসিসি একাদশে আছেন সাকিব, বাদ কোহলি - ছবি : সংগৃহীত

গতকাল শেষ হওয়া বিশ্বকাপ শেষে আইসিসি ঘোষিত টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা পেয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ থেকে কেবলমাত্র সাকিবই আছেন আইসিসি দলে। অবশ্য অনেকের মতেই এবার টুর্নামেন্ট সেরার পুরস্কারও এ তারকা অলরাউন্ডারেরই পাওয়া উচিত ছিল। দুই সেঞ্চুরি ও পাঁচ হাফ সেঞ্চুরিসহ ব্যাট হাতে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ৬০৬ রানের পাশাপাশি ১১ উইকেট শিকার করেছেন সাকিব।
ঘোষিত দলে সর্বোচ্চ চারজন আছেন চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। দু’জন করে আছেন রানার্সআপ হওয়া নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত থেকে। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের কোন খেলোয়াড় নেই আইসিসির দলে। নেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও। একাদশের অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ড ক্যাপ্টেনকেই বেছে নিয়েছে আইসিসি।

লর্ডসে গতকাল উত্তেজনাপূর্ণ ফাইনালে নিউজিল্যান্ডকে বাউন্ডারি বিবেচনায় পরাজিত করা ইংল্যান্ড থেকে জায়গা পেয়েছেন ওপেনার জেসন রয়, মিডল অর্ডার ব্যাটসম্যান জো রুট, অলরাউন্ডার বেন স্টোকস এবং পেসার জোফরা আর্চার।
উইলিয়ামসন ছাড়া নিউজিল্যান্ড থেকে সুযোগ পাওয়া আরেক খেলোয়াড় পেসার লোকি ফার্গুসন। সুযোগ পেয়েছেন বিশ্বকাপ রেকর্ড এক আসরে সর্বোচ্চ ২৭ উইকেট শিকার করা অস্ট্রেলিয়া পেসার মিচেল স্টার্ক।
সাবেক আন্তর্জাতিক তারকা ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপ, ইয়ান স্মিথ এবং ইসা গুহ এবং ক্রিকেট বিষয়ক সাংবাদিক লরেন্স বুথ, আইসিসির ক্রিকেট জেনারেল ম্যানেজার জিওফ এলার্ডিচের সমন্বয়ে গড়া পাঁচ সদস্যের কমিটি এ দল নির্বাচন করেন।

৮১ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৬৪৮ রান করা ভারতের রোহিত শর্মা ও জসপ্রিত বুমরাহও আছেন দলে। উইকেটরক্ষক হিসেবে দলে আছেন অস্ট্রেলিয়ার এ্যালেক্স ক্যারি।
বিশ্বকাপ দল :
১. জেসন রয় (ইংল্যান্ড) ৪৪৩ রান, গড় ৬৩.২৮
২. রোহিত শর্মা (ভারত) ৬৪৮ রান, গড় ৮১.০০
৩. কেন উইলিয়ামসন (অধিনায়ক, নিউজিল্যান্ড) ৫৭৮ রান, গড় ৮২.৫৭
৪. জো রুট (ইংল্যান্ড) ৫৫৬ রান, গড় ৬১.৭৭
৫. সাকিব আল হাসান (বাংলাদেশ) ৬০৬ রান, গড় ৮৬.৫৭, ১১ উইকেট গড় ৩৬.২৭
৬. বেন স্টোকস (ইংল্যান্ড) ৪৬৫ রান, গড় ৬৬.৪২, ৭ উইকেট গড় ৩৫.১৪
৭. এ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া) ৩৭৫ রান, গড় ৬২.৫০, ডিসমিজাল-২০
৮. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ২৭ উইকেট, গড় ১৮.৫০
৯. জোফরা আর্চার (ইংল্যান্ড) ২০ উইকেট গড় ২৩.০৫
১০. লোকি ফার্গুসন (নিউজিল্যান্ড) ২১ উইকেট, গড় ১৯.৪৭
১১. জসপ্রিত বুমরাহ (ভারত) ১৮ উইকেট, গড় ২০.৬১।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া

সকল