২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কিউইদের গাপটিল ‘ডানা’ ভাঙলেন ওকস

- ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শিরোপা ছুঁতে টস জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানের মাথায় মার্টিন গাপটিলের উইকেট হারায় নিউজিল্যান্ড। ১৯ রান করে ক্রিস ওকসের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফেরেন তিনি।

লর্ডসে বিশ্বকাপের ফাইনালে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানকে ফিল্ডিং করার আমন্ত্রণ জানান।

ইংল্যান্ডের এটি চতুর্থ বিশ্বকাপ ফাইনাল। এর আগে ৩বার ফাইনাল খেলেও শিরোপার দেখা পায়নি। অন্য দিকে নিউজিল্যান্ডের এটি টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল। এর আগের বার (২০১৫ বিশ্বকাপে) তারা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েছে। তাই আজ যারাই জিতবে সেটি হবে তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা।

উভয় দলই আজ সেমিফাইনালের উইনিং কম্পিনেশনেই খেলতে নামবে। একাদশে কোন পরিবর্তন আনেনি কোন দল।


আরো সংবাদ



premium cement