১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

অবসর নিয়ে ভাবছেন না মাশরাফি

বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। - ছবি : সংগৃহীত

দুর্দান্ত ফর্ম নিয়ে ইংল্যান্ড এন্ড ওয়েলসের দ্বাদশ বিশ্বকাপ শুরু করেছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু বিশ্বকাপ মঞ্চে পুরোপুরি ব্যর্থ তিনি। উইকেট নিয়েছেন মাত্র ১টি। তবে এটিইও ঠিক, তার বোলিং-এ কিছু ক্যাচ মিস করেছেন ফিল্ডাররা। যাতে উইকেট সংখ্যা বাড়েনি মাশরাফির। প্রয়োজনীয় সময় লড়াইয়ে ফেরার সুযোগ পেয়েও হাতছাড়া হয় বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে মাশরাফির পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠে। তার অবসর নিয়েই উঠে আলোচনা।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে স্পষ্টভাবে মাশরাফি জানিয়ে দিয়েছিলেন, ‘অবসর নিয়ে কোন চিন্তা নেই। তবে এটিই আমার শেষ বিশ্বকাপ।’

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফিকে জিজ্ঞাসা করা হয়, তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে। তিনি বলেন, ‘আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো এখান থেকে দেশে ফিরে যাওয়া।’

সূত্র: বাসস


আরো সংবাদ



premium cement