২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইংল্যান্ডের জয়ে ‘যদি’ ও ‘কিন্তু’র কবলে বাংলাদেশ ও পাকিস্তান

ইংল্যান্ডের এই জয়ে দুশ্চিন্তা বাড়লো বাংলাদেশ ও পাকিস্তানের। - ছবি: সংগৃহীত

এজবাস্টনে ইংল্যান্ড ফিরে এলো পরিচিত রূপে। শক্তিশালী ওপেনিং জুটি, স্লগ ওভারে বাড়ন্ত রান রেট এবং নিয়ন্ত্রিত বোলিং- এই তিন মিলে ভারতকে ৩১ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো এবারের আসরের স্বাগতিকরা।

ব্যবধান খুব বড় না হলেও, ম্যাচের বেশিরভাগ সময়েই নিয়ন্ত্রণে ছিল ইংল্যান্ড।

আর ইংল্যান্ডের এই জয়ে দুশ্চিন্তা বাড়লো বাংলাদেশ ও পাকিস্তানের।

কী হলে কী হবে?
গ্রুপ পর্বে ইংল্যান্ড ও পাকিস্তানের বাকি একটি করে ম্যাচ আর বাংলাদেশের ম্যাচ বাকি দু’টি।

ইংল্যান্ডের ম্যাচটি নিউজিল্যান্ডের বিপক্ষে আর পাকিস্তানের শেষ ম্যাচটি বাংলাদেশের বিপক্ষে।

বাংলাদেশের বাকি আছে দুটি ম্যাচ, ভারত ও পাকিস্তানের বিপক্ষে।

যদি ও কিন্তু
ইংল্যান্ড নিউজিল্যান্ডের সাথে জিতলে.....

যদি ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে যায় সেক্ষেত্রে কোনো হিসেব কাজে আসবে না বাংলাদেশের ক্ষেত্রে।

অর্থাৎ তখন ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ জিতে গেলেও বাংলাদেশ সেমিইনালে উঠতে পারবে না।

আর নিউজিল্যান্ড ইংল্যান্ডের সাথে হেরে গেলেও তাদের সেমিফাইনালে পৌঁছানোর সুযোগ থাকবে।

কিন্তু বাংলাদেশের বিপক্ষে যদি পাকিস্তান জয় পায়, তাহলে পাকিস্তান ও নিউজিল্যান্ডের পয়েন্ট সমান হবে এবং মুখোমুখি দেখায় নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান জয় পাওয়ায় শেষ চারে উঠবে পাকিস্তান।

ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায়.....

নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলে কোনো সমীকরণ ছাড়াই সেরা চারে স্থান পাবে।

সেক্ষেত্রে বাংলাদেশের উঠতে হলে ভারত ও পাকিস্তানকে হারাতে হবে।

পাকিস্তান যেহেতু ইংল্যান্ডকেও হারিয়েছে সেক্ষেত্রে শুধু বাংলাদেশের বিপক্ষে জয় পেলেই এই সমীকরণে তারা সেমিফাইনাল খেলবে।

যদি ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচটি পরিত্যক্ত হয়....

ম্যাচটি পরিত্যক্ত হলে, নিউজিল্যান্ড সরাসরি সেমিফাইনালে উঠে যাবে।

বাংলাদেশ যদি দুটি ম্যাচে জয় পায়ও তবুও উঠতে পারবে না, কারণ বাংলাদেশ মুখোমুখি দেখায় ইংল্যান্ড বা নিউজিল্যান্ডকে হারাতে পারেনি।

এই ক্ষেত্রেও পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে জয় পেলে ইংল্যান্ডের সমান ১১ পয়েন্ট হবে এবং মুখোমুখি দেখায় জয় পাওয়ার কারণে শেষ চারে উঠে যাবে পাকিস্তান।


আরো সংবাদ



premium cement
সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার ৬ দাবিতে উত্তাল বুয়েট, ক্লাস-পরীক্ষা বর্জন মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু আল-আকসায় কোনো ধরণের সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হলো তৃতীয় জুমআর জামাত ‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১

সকল