২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

টসে জিতে ব্যাটিংয়ে ভারত

- সংগৃহীত

ভারতের সামনে সহজ সমীকরণ- জয় পেলেই সেমিফাইনালের রাস্তা পরিষ্কার। এমন সমীকরণ নিয়েই বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে ভারত। এদিকে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

অবশ্য পিচ রিপোর্ট থেকে আগেই জানা গিয়েছিল যে, ওল্ড ট্রাফোর্ডে আগে অনুষ্ঠিত হওয়া ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড ম্যাচের পিচেই অনুষ্ঠিত হচ্ছে আজকের ম্যাচ। স্বভাবতই টসে জিতে ব্যাটিং বেছে নেবে জয়ী দল। ব্যতিক্রম করেননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল (সহ-অধিনায়ক), শিমরন হেটমায়ার, শাই হোপ, ফ্যাবিয়ান অ্যালেন, কার্লোস ব্র্যাথওয়েট, নিকোলাস পুরান, কেমার রোচ, ওশান থমাস, শ্যানন গ্যাব্রিয়েল এবং শেল্ডন কটরেল।

ভারত : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, কুলদীপ যাদব ও যুভেন্দ্র চাহাল।


আরো সংবাদ



premium cement