১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

৯২ বিশ্বকাপের অবাক করা পুনরাবৃত্তি : ইতিহাসে উদ্দীপ্ত পাকিস্তান

৯২ বিশ্বকাপের অবাক করা পুনরাবৃত্তি : ইতিহাসে উদ্দীপ্ত পাকিস্তান - ছবি : সংগৃহীত

ইতিহাসের পুনরাবৃত্তি৷ পাকিস্তানের দৃষ্টিভঙ্গিতে অবিকল ১৯৯২ বিশ্বকাপের প্রতিচ্ছবি ২০১৯ বিশ্বকাপে৷ শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও বহু ঘটনায় মিল রয়েছে ২৭ বছর অন্তরের দু’টি ক্রিকেট বিশ্বকাপের সময়ে৷ সেবার ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল৷ এখন কোটি টাকার প্রশ্ন হল, সরফরাজরা কি পারবে এবার বিশ্বখেতাব জিততে?

ফলাফলের ভিত্তিতে মাঠের মিল : দু’টি বিশ্বকাপের প্রথম সাতটি ম্যাচের ফলাফলের নিরিথে পাকিস্তান হুবহু একই জায়গায় রয়েছে৷ মাঠের লড়াইয়ের মিলগুলিতে চোখ বুলিয়ে নেওয়া যাক৷

# ১৯৯২ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধের হার দিয়ে অভিযান শুরু করেছিল পাকিস্তান৷ ২০১৯ বিশ্বকাপেরও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হারতে হয় সরফরাজদের৷

# হার থেকে ঘুরে দাঁড়িয়ে সেবার দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছিল পাকিস্তান৷ এবারও আয়োজক ইংল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে পরাস্ত করে পাকিস্তান দল৷

# ১৯৯২ এর মতো এবারও বিশ্বকাপে পাকিস্তানের তৃতীয় ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়৷

# সেবার চতুর্থ ও পঞ্চম ম্যাচে হারের মুখ দেখতে হয় পাকিস্তানকে, যার মধ্যে একটি ম্যাচ ছিল ভারতের বিরুদ্ধে৷ এবারও বিশ্বকাপে চতুর্থ ও পঞ্চম ম্যাচে হেরে যায় পাকিস্তান এবং তার মধ্যে একটি ম্যাচ তারা হারে ভারতের বিরুদ্ধে৷

# ৯২ বিশ্বকাপে ষষ্ঠ ও সপ্তম ম্যাচে পাকিস্তান জয় তুলে নেয়৷ এবারও নিজেদের ৬ ও ৭ নম্বর ম্যাচে জয় পেয়ে যায় সরফরাজরা৷

# সেবার মার্টিন ক্রো’র নিউজিল্যান্ডের অপরাজিত থাকার ধারায় ছেদ ঘটায় পাকিস্তান৷ এবারো কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডকে টুর্নামেন্টর প্রথম হারের স্বাদ দেয় পাকিস্তান৷

এ তো গেল ফলাফলের ভিত্তিতে পাকিস্তানের দু’টি বিশ্বকাপের মধ্যে মিল৷ টুর্নামেন্টের ফর্ম্যাটেও অদ্ভূতরকম মিল রয়েছে৷ পারফরম্যান্সগত না হলেও মাঠের কিছু ঘটনা এবং পূর্বাপর ঘটনাপরম্পরাতেও মিল রয়েছে প্রচুর৷

# প্রথমত, দু’টি টুর্নামেন্টই হচ্ছে রাউন্ড রবিন লিগে৷ অর্থাৎ প্রতিটা দল বাকি সবক’টি দলের বিরুদ্ধে মাঠে নামবে৷ এবং লিগের প্রথম চারটি দল সেমিফাইনাল খেলবে৷ সেমিফাইনাল খেলা হবে ১-৪, ২-৩ ভিত্তিতে৷ অর্থাৎ লিগে এক নম্বরে থাকা দল সেমিফাইনাল খেলবে চার নম্বর দলর সঙ্গে৷ দ্বিতীয় দল সেমিফাইনাল খেলবে তৃতীয় দলের বিরুদ্ধে৷

# কাকতলীয়ভাবে সেবারও প্রতি ইনিংসে দুই প্রান্ত দিয়ে দু’টি নতুন বলে খেলা হয়েছিল৷ এবারও ঠিক তাই৷ প্রতি ইনিংসে দু’টি করে নতুন বল ব্যবহার করা হচ্ছে৷

# ৯২ বিশ্বকাপে ইনজামাম উল হক ছিলেন উঠতি তারকা৷ এবার ইনজির ভাইপো ইমাম উল হক হলেন পাকিস্তানের তরুণ তুর্কি৷

# ১৯৯২ বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে বাঁ-হাতি ব্যাটসম্যান আমির সোহেল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন৷ এবার ষষ্ঠ ম্যাচের সেরা হয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটসম্যান হ্যারিস সোহেল৷

# ১৯৯২ বিশ্বকাপের আগের দু’টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত (১৯৮৩) ও অস্ট্রেলিয়া (১৯৮৭)৷ চলতি বিশ্বকাপের (২০১৯) ঠিক আগের দু’টি বিশ্বকাপ জিতেছে যথাক্রমে ভারত (২০১১) ও অস্ট্রেলিয়া (২০১৫)৷

# ১৯৯২ বিশ্বকাপের সময় প্রাক্তন আসিফ আলি জারদারি জেলে ছিলেন৷ চলতি বিশ্বকাপের সয়েও তিনি রয়েছেন কারাবন্দি৷

# ১৯৯২ সালে আলাদিনের কার্টুন ফিল্ম প্রকাশিত হয়েছিল৷ এবারও ঠিক সেরকমই আলাদিনের চলচিত্র প্রকাশিত হয়েছে৷

তবে কি ইমরান খানের পর এবং বিশ্বকাপের ট্রফি উঠতে চলেছে পাক অধিনায়ক সরফরাজের আহমেদের হাতে? সময়ই এই প্রশ্নের উত্তর দেবে৷


আরো সংবাদ



premium cement
মোস্তাফিজের বিকল্প ভাবছে চেন্নাই, দলে ভিড়িয়েছে এক ইংলিশ পেসার বিদেশ যাওয়া হলো না আশরাফুলের, বাসচাপায় মামাসহ নিহত ‘সন্ত্রাসীদের ঘরে ঢুকে মারা’ বিষয়ে নরেন্দ্র মোদির মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া মাতৃভূমি রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য : সেনাপ্রধান ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক ১ হাজার টাকার জন্য পেশাদার ছিনতাইকারীরা খুন করে ভ্যানচালক হারুনকে দেশের মানুষ পরিবর্তন চায় : মতিউর রহমান আকন্দ টানা ১১ জয়ে ডিপিএলের প্রথম পর্ব শেষ করলো আবাহনী দেশে করোনায় আরো একজনের মৃত্যু উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনের অংশ নিতে মানা সবল-দুর্বল ব্যাংক একীভূত করার কাজ শেষ হতে কত দিন লাগবে?

সকল