২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ভারতের বিপক্ষে চাপ নিতে চান না মিরাজ

মেহেদি হাসান মিরাজ - ছবি : সংগৃহীত

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দুর্দান্ত নৈপুণ্যে আফগানিস্তানকে বিধ্বস্ত করার পর দ্বাদশ বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে এখন বার্মিংহামে রয়েছে বাংলাদেশ। আগামী ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে লড়বে মাশরাফিরবাহিনী। ওই ম্যাচকে সামনে রেখে এখন থেকেই টানটান উত্তেজনা সর্বত্র। কারণ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে টাইগারদের। তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে কোনরকম চাপ নিতে চান না বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ভারত এমনকি পাকিস্তানের বিপক্ষে লিগ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে স্বাভাবিক ক্রিকেট খেলতে চান মিরাজ।

বুধবার বার্মিংহামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিরাজ বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে চাপের কিছু নেই। আগের ম্যাচগুলোতে যেভাবে ক্রিকেট খেলেছি আমরা সেভাবেই খেলবো। দু’টো ম্যাচ আছে, আমরা যদি চিন্তা করি আমরা জিততেই হবে ওরকম না, আমাদের স্বাভাবিক থাকতে হবে। আমাদের চিন্তা করতে হবে, আমরা শেষ দু’টা-তিনটা ম্যাচ যেভাবে জিতেছি আমাদের ঐ প্রক্রিয়াতে থাকতে হবে। তাহলে আমাদের জন্য ভালো সুযোগ হবে বলে আমার কাছে মনে হয়। আমাদের ম্যাচ জিততেই হবে বা সেমিফাইনালে উঠতেই হবে এরকম না। আমাদের প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। আর যদি আমাদের ভাগ্য সহায় হয়, আল্লাহ যদি আমাদের রহম করে অবশ্যই ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো।’

ভারতের বিপক্ষে জিততে হলে স্পিনারদের ভালো করতে হবে জানান মিরাজ। মাঝের ওভারগুলোতে রান বাঁচাতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যদি জিততে পারি ভারতের বিপক্ষে তবে এটা বিশ্বকাপে আমাদের জন্য বড় পাওয়া হবে। পরবর্তীতে আমাদের জন্য অনেক কিছুই সহজ হয়ে যাবে। তাই আমাদের স্পিনারদেরও অনেক বড় অবদান রাখতে হবে। আমাদের রান সেভ করতে হবে। সাকিব ভাই-মোসাদ্দেক ভাই বা আমি, যেই বোলিং করি না কেন আমাদের রোলটা গুরুত্বপূর্ণ মাঝের ওভারগুলো যাতে নিয়ন্ত্রণ করতে পারি।’

৭ খেলায় ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রয়েছে বাংলাদেশ। টাইগারদের নীচে আছে শ্রীলংকা-পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার মত বিশ্বের বড় বড় দল। এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলেছে এবং সতীর্থরা ভালো পারফরমেন্স করেছে বলেই বাংলাদেশ আজ ভালো অবস্থায় আছে বলে জানান মিরাজ, ‘বেশ কিছুদিন ছুটি আছে আমাদের। অনেকেই বিভিন্ন জায়গায় ঘুড়ছেন। আসলে প্রত্যকটা ম্যাচই আমাদের জন্য চ্যালেঞ্জ। বিশেষ করে বিশ্বকাপে। আমাদের যে দল, এখন পর্যন্ত আমরা খুবই ভালো ক্রিকেট খেলছি। শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও আরও যে বড় দলগুলো আছে, তারা কিন্তু পয়েন্ট টেবিলে আমাদের নীচে রয়েছে। আমরা পাঁচ নম্বরে আছি। বড় চারটা দলের পরই আমরা অবস্থান করছি। আমাদের দলে সবাই ভালো ক্রিকেট খেলছে। তাই এখন আমরা ভালো অবস্থায় আছি।’
সূত্র : এএফপি

 


আরো সংবাদ



premium cement
পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশে কাতার আমিরের সফরে কী লাভ ও উদ্দেশ্য? মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের চায়ের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার

সকল