১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ইংলিশদের ‘কটুক্তি’ তাদের হারাতে সাহায্য করেছে : স্টার্ক

- ছবি : সংগৃহীত

সকালে নাস্তা খাবার সময় ইংল্যান্ড সমর্থকের বি‍দ্রূপ নিজেকে আগ্রাসী করে তুলেছিল বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয় পেসার মিচেল স্টার্ক। মঙ্গলবার লর্ডসে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বে স্বাগতিক দলকে ৬৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

স্টার্কের স্ত্রী অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় আলিসা হেলি ঘটনাটি টুইটারে জানিয়ে অভিযোগ করেছিলেন, সকালে টিম হোটেলে নাস্তা করার সময় একজন ইংল্যান্ড সমর্থক তার স্বামীকে কটাক্ষ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্টার্ক।

চার উইকেট নিয়ে লর্ডসে ইংলিশ ব্যাটিংকে ধ্বসিয়ে দেয়া এই অসি পেসার বলেন,‘ তখনো আমি তন্দ্রাচ্ছন্ন ছিলাম। এসময় একজন লোক আমার বোলিং ও আঙ্গুলে থাকা টেপ নিয়ে বি‍দ্রূপ করতে থাকে। তখন আমি খুবই ক্ষুধার্থ ছিলাম। এ সময় আমি ডিম পোচ খাচ্ছিলাম। তখন লোকটি আমার দিকে ফের বিদ্রূপের হাঁসি ছুঁড়ে দেয়।’

স্টার্কের বিশ্বাস বর্তমান চ্যাম্পিয়নদের জয়টিই বিশ্বকাপের নকআউট পর্বের জন্য তাদের সেরা প্রস্তুতি। এ জয়ের ফলে আসরের শেষ চারে উঠে গেছে এ্যারন ফিঞ্চের দল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই চলকের আসনে ছিল অস্ট্রেলিয়া। স্ট্রার্কের প্রত্যাশা মুগ্ধকর এই পারফর্মেন্স তাদের দলকে টুর্নামেন্টের পরের ধাপে ভাল অবস্থানে রাখবে।

স্টার্ক বলেন, ‘এটি বিশ্বকাপ। আকর্ষনীয় একটি খেলা। আমার মনে হয় বিশ্বকাপের ফাইনালের ভেন্যু লর্ডসে আমাদের আজকের এই খেলাটি অসাধারণ হয়েছে। এখন আমরা সেমি-ফাইনালে। সুতরাং এখন আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা ভাল ক্রিকেট খেলছি। এর মাধ্যমে আমরা যতদুর সম্ভব উঁচু অবস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারব। আশা করি আমরা ফাইনালে খেলব।’
গ্রুপ পর্বে এখনো অস্ট্রেলিয়ার হাতে আরো দুটি ম্যাচ রয়েছে। আগামী শনিবার শীর্ষস্থান দখলের লড়াইয়ে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে তারা। স্টার্ক বলেন,‘ এখন আমরা নিউজিল্যান্ডের মোকাবেলা করব। ম্যাচটি আমাদের জন্য বেশ কঠিন হতে পারে। তারা বেশ চমৎকার ক্রিকেট খেলছে। কেন উইলিয়ামসন অবশ্যই তাদের দলের মুল স্তম্ভ। দলে বেশ কয়েকজন ভাল বোলারও রয়েছে। তাই এটি হবে আরেকটি বড় ম্যাচ।’

এদিকে গ্রুপ পর্বে তৃতীয় পরাজয়ে স্বাগতিক ইংল্যান্ডের সেমি-ফাইনালে খেলার সুযোগটি হুমকিতে পড়েছে। যদিও ফেভারিট হিসেবেই বিশ্বকাপ মিশন শুরু করেছে তারা। কারন ওডিআই র‌্যাংকিংয়ের শীর্ষস্থান নিয়েই বিশ্বকাপে নেমেছিল ইংলিশরা।

তবে অস্ট্রেলিয়ার কাছে হারের কারণেই ইংলিশদের পথচলা থেমে যাবে বলে মনে করেন না স্টার্ক। তিনি বলেন, ‘ইংল্যান্ড খুবই ভয়ঙ্কর একটি দল। তারা অবশ্যই এখনো পর্যন্ত শিরোপা ফেভারিট। তবে তাদেরকে আরো কাজ করতে হবে।’


আরো সংবাদ



premium cement
ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক

সকল