১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশ একজনের উপর নির্ভর করে না : সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান - সংগৃহীত

প্রথমে ব্যাট হাতে এরপর বল হাতে একাই বাংলাদেশের জয়ের ভিত্তি গড়ে দিয়েছেন সাকিব আল হাসান। তারপরেও জয়ের কৃতিত্ব নিচ্ছেন না একা। সাকিব আল হাসান বাংলাদেশের তো বটেই, বিশ্বকাপের সেরা পারফর্মারও তিনি।

ব্যাট হাতে আফগানদের বিপক্ষে ৫১ রান আর এতেই উঠে এসেছেন কিংবদন্তিদের কাতারে। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের আসরে ব্যাট হাতে ১ হাজার রান পূর্ণ করেছেন তিনি। ব্যাট হাতে দলের প্রয়োজনের মুহূর্তে উজ্জ্বল। আর তারপর বল হাতেও দলের জয়ে সব থেকে বড় ভূমিকাটাও তারই রাখা। ১০ ওভার বল করে একটি মেইডেন আর ২৯ রান দিয়ে ৫ উইকেট। আর এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকও সাকিব।

তবে এসব কিছুর পরেও দলের জয়ের কৃতিত্ব একা গ্রহণ করতে রাজি নন সাকিব। বলেছেন,‘বাংলাদেশ এখন আর নির্দিষ্ট একজন ক্রিকেটারের উপর নির্ভর করে ম্যাচ জেতে না। সবার সম্মিলিত অবদানে এখন আমরা ম্যাচ জিতি।’

সাকিব আরো বলেন,‘এমন উইকেটে দলের সবার সম্মিলিত পারফরম্যান্সই দলকে জেতায়। আর সেটাই আমরা করেছি। ব্যাটিংয়ে সবাই অবদান রেখেছি আর বোলিংয়ের চিত্রটাও একই।’

তিনি আরো যোগ করেন, ‘হ্যা আমি দলের জন্য ভাল পারফর্ম করতে পারছি। কিন্তু জয়ের জন্য দলের সবার অবদানই গুরত্বপূর্ণ। বল হাতে মোস্তাফিজুর আর সাইফউদ্দিনও উইকেট সংগ্রহ করেছে। যা আমাদের জয়ে বড় ভূমিকা রেখেছে।’


আরো সংবাদ



premium cement