২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বাংলাদেশের তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলে কোথায় কে?

- সংগৃহীত

বিশ্বকাপে গ্রুপ পর্বে সকল দলই খেলবে ৯টি করে ম্যাচ। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এরই মধ্যে ৭টি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। ৭ ম্যাচে তিন জয় আর একটি পরিত্যক্ত ম্যাচ থেকে পয়েন্ট ভাগাভাগি করে এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন ৭ পয়েন্ট। সেমিফাইনালের পথে টিকে থাকতে হলে পরের দুই ম্যাচ অর্থ্যাৎ ভারত ও পাকিস্তানের বিপক্ষেও জয় প্রয়োজন বাংলাদেশের।

৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান এখন পাঁচ-এ। অবশ্য বিশ্বকাপটা জমিয়ে দেয়ার জন্য ধন্যবাদ পেতেই পারে শ্রীলঙ্কা। ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে একঘেয়ে হয়ে ওঠার শঙ্কায় পড়া বিশ্বকাপের ‘প্রাণ’ এনে দিয়েছে দলটি। সে সুবাদে বাংলাদেশসহ আরও বেশ কটি দল এখনো সেমিফাইনালের স্বপ্ন দেখতে পারছে।

পয়েন্ট টেবিলে বাংলাদেশের ওপরে আছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড। মঙ্গলবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে পয়েন্ট টেবিল বেশ পরিষ্কার একটি চেহারা পেয়ে যাবে। এখন পর্যন্ত বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন টিকে রয়েছে আট দলেরই। শুধু দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানই এখন কেবল বাড়ির উদ্দেশে রওয়ানা হওয়ার অপেক্ষায়।


আরো সংবাদ



premium cement