২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

‘এক হাজার’ রান করে শীর্ষে উঠলেন সাকিব

- ছবি : সংগৃহীত

বাংলাদেশের হয়ে বিশ্বকাপ ক্রিকেটে এক হাজার রান পূর্ণ করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপের ৩১তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ফিফটি হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও সাকিব। তার পিছনেই এ তালিকায় রয়েছেন দুই সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

এক হাজার রানের মাইলফলক স্পর্শ করে, ২০১৯ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও শীর্ষে উঠে এলেন বিশ্ব সেরা অলরাউন্ডার। শীর্ষন্থানে উঠা-নামার প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে পিছনে ফেলে শীর্ষে ওঠেন সাকিব। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবরে সংগ্রহ ছিলো ৪২৫ রান। কিন্তু আফগানাদের বিপক্ষে ৫১ রান করায় এই অলরাউন্ডারের ঝুলিতে জমা হয় ৪৭৬ রান। যা তার নিকটতম প্রতিযোগীর চেয়ে ২৫ রান বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা ওয়ার্নারের সংগ্রহ ৪৪৭ রান। ৪২৪ রান করে ইংলিশ ব্যাটসম্যান জো রুট রয়েছেন তৃতীয় স্থানে। ৩৯৬ রান করে চতুর্থ স্থান দখল করে আছেন অজি ওপেনার অ্যারন ফিঞ্চ। ৩৭৩ রান করে পঞ্চম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলয়ামসন।

এএলএমটি


আরো সংবাদ



premium cement