২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চান ইয়ন মরগ্যানরা

অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চান ইয়ন মরগ্যানরা - ছবি : সংগ্রহ

রান তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারে হতাশ ইংল্যান্ড শিবির। কিন্তু ওই হার ভুলে গিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান ইয়ন মরগ্যান। মঙ্গলবার গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড।

আইসিসি ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে মরগ্যান বলেন, ‘রান তাড়া করে জিততে হলে ভালো জুটি গড়ে ওঠা প্রয়োজন। আমাদের ব্যাটিংয়ের সময় সাময়িক একটা পার্টনারশিপ গড়ে উঠলেও তা দীর্ঘায়িত হয়নি। ফলে বেন স্টোকস অপরাজিত ৮২ ও জো রুট ৫৭ রান করলেও শেষ রক্ষা হয়নি। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা অসাধারণ বল করেছে। যাই হোক, অতীত মনে রাখতে চাই না। আগামী সপ্তাহে লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ার জন্য সতীর্থদের কাছে আবেদন রেখেছি। সতীর্থদের বলেছি, চূড়ান্ত প্রতিযোগিতামূলক ম্যাচে কেউই সবক্ষেত্রে ধারাবাহিক জেতে না। হারও খেলার অঙ্গ। তবে এই হারের প্রভাব দীর্ঘায়িত হোক, তা চাই না। বিশ্বের সেরা দলের বিরুদ্ধে যেভাবে খেলা উচিত, সেইরকম ক্রিকেটই আমাদের খেলতে হবে।’

ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কা এবার বিশ্বকাপে দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে। এবার বিশ্বকাপে চ্যাম্পিয়নের দাবিদার ইংল্যান্ড কি শ্রীলঙ্কাকে ছোট করে দেখেছিল? এটা মানতে নারাজ মরগ্যান। তিনি বলেন, ‘মালি (মালিঙ্গা) অনেকদিন পর ভালো বোলিং করেছে। তবে এটা ভালো দিক, গ্রুপের ম্যাচে হেরেছি। আমাদের এই ম্যাচ জেতার কথা নয়।’
তবে মরগ্যানের মতে, চোট থাকায় জ্যাসন রয় খেলেনি। তাতে টপ অর্ডারে দ্রুত রান তাড়া করতে অসুবিধা হয়েছে। রয় ইংল্যান্ডের টপ অর্ডারে বড় শক্তি।


আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল