২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভারতীয় দলে আঘাত হানল ‘তিন ইনজুরি’

- ছবি : সংগৃহীত

বিশ্বকাপে ভারতীয় দলে এবার ইনজুরির খাতায় নাম লেখালেন এক ম্যাচ খেলেই রেকর্ড গড়া বিজয় শংকর। নিজের প্রথম বিশ্বকাপে প্রথম বলেই উইকেট শিকার প্রথম ভারতীয় ও সব মিলিয়ে এ কুলিন তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন শংকর। ওপেনার শিকার ধাওয়ানের ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে এবং বিশ্বকাপে প্রথম ম্যাচের প্রথম বলেই উইকেট নিয়ে রেকর্ডের পাতায় নাম লিখেছেন তিনি। তবে শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বার ইনজুরির খাতায় নাম লেখালেন তিনি। ধাওয়ান ও ভুবনেশ্বর কুমারের পর ভারতয়ি দলে চোট পাওয়া তৃতীয় খেলোয়াড় শংকর।

বৃস্টি খেজা মাঠে অনুশীলনকালে গতকাল জসপ্রিত বুমরাহর একটি বল বিজয়ের পায়ে লাগলে ব্যথায় রীতিমতো কুকড়ে যান অলরাউন্ডার শংকর।

ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে চার নম্বর পজিশন বিবেচনা করেই তাকে দলে রাখা হয়েছিল। অবশ্য প্রয়োজন অনুযায়ী তাকে বিভিন্ন পজিশনে শংকরকে ব্যবহার করে টিম ম্যানেজমেন্ট। তবে দলের একটি সুত্র মতে, ‘বিজয়ের ইনজুরি গুরুতর নয়। তার ব্যথা হচ্ছে ঠিকই কিন্তু বিকেলে সেটা অনেকটা কমে যায়। চিন্তার কিছু নেই।’

আগামী ৩০ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভুবনেশ্বর ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement