১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

৬ রানে অলআউট দল, ০ রান ১০ জনের

৬ রানে অলআউট দল, ০ রান ১০ জনের - ছবি : সংগৃহীত

টি-২০ ক্রিকেটে লজ্জার নজির সৃষ্টি হলো৷ রুয়ান্ডার রাজধানী কিগালি সিটিতে অনুষ্ঠিত কিবুকা উইমেনস টি-২০ টুর্নামেন্টে মালির মহিলা দল অলআউট হয়ে গেছে মাত্র ৬ রানে৷ ব্যাট হাতে খাতা খুলতে পারেননি দলের ১০ জন ক্রিকেটার৷ ওপেনার মারিয়াম সামাক একা রানের খাতা খোলেন, করেন ১ রান৷ দলের বাকি ৫ রান এসেছে অতিরিক্তর সৌজন্যে৷

উল্লেখযোগ্য বিষয় হলো,মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে রুয়ান্ডার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মালি৷ পিচের গতিপ্রকৃতি বুঝে ওঠার আগেই বিপর্যয়ে পড়ে তাদের ব্যাটিং৷ যদিও স্কোর বোর্ডে ৬ রান তুলতে ৯ ওভার ব্যাট করতে হয় মালির মেয়েদের৷

সাকুল্যে ৪ জন বোলার হাত ঘোরান রুয়ান্ডার হয়ে৷ পালা করে উইকেট তুলেছেন ৪ জনই৷ মেরি বিমেনিমানা ৩ ওভারে ২টি মেডেনসহ মাত্র ২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন৷ মার্গারেট বুমিলিয়া ৩ ওভারে কোনো রান না দিয়ে ২টি উইকেট দখল করেন৷ জোসিয়ান জোসিয়ান নিরঙ্কুনদিনেজা ২ ওভারে কোনো রান না দিয়ে ৩টি উইকেট তুলে নেন৷ ভেরোনিক ইরিহো ১ ওভারে কোনো রান না দিয়ে ১টি উইকেট নিয়েছেন৷

মালির ২ রান এসেছে বাই থেকে৷ ২ রান এসেছে লেগ-বাই থেকে৷ একটি ওয়াইড বল করেছেন মেরি৷ পরে ব্যাট করতে নেমে মাত্র ৪ বলেই ৮ রান তুলে ম্যাচ জিতে যায় রুয়ান্ডা৷ মহিলা টি-২০ ক্রিকেটে মালির ৬ রানই সব থেকে কম রানের দলগত ইনিংস৷ আগের রেকর্ড ছিল চীনের নামে৷ ব্যাংককে উইমেনস টি-২০ স্ম্যাশে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ১৪ রানে অলআউট হয়েছিল চীনের মেয়েরা৷


আরো সংবাদ



premium cement