২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বৃষ্টি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে টাইগারদের সামনে

- ছবি : সংগৃহীত

সেমিফাইনালে ওঠার লাড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের মিশনে বৃহস্পতিবার নটিংহ্যামে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু আবহাওয়া পূর্বাভাস বলছে এই ম্যাচেও ৩০ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টি হানা দেয়ার। তাই এ্ ম্যাচে বৃষ্টিও চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো টাইগারদের সামনে।

বাংলাদেশ ক্রিকেট দল তাদের পরবর্তী ম্যাচ খেলতে মঙ্গলবার নটিংহ্যামে পৌঁছেছে। স্থানীয় সময় বিকাল ৫টায় জাতীয় দলের বহর নটিংহ্যামে পৌঁছায়।

এখানেই বৃহস্পতিবার টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এদিকে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতে ফুরফুরে মেজাজে থাকলেও আবহাওয়ার ওপরে ভাগ্য নির্ভর করবে টাইগারদের।

নটিংহ্যামে অস্ট্রেলিয়ার ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল।

এমন ম্যাচকে ঘিরে আবহাওয়ার পূর্বাভাস বলছে ভিন্ন কথা। মঙ্গলবার নটিংহ্যামে পৌঁছেই বাংলাদেশ দল পায় বৃষ্টির দেখা। সেই চিরাচরিত আকাশ মেঘে ঢাকা আর ঝিরঝিরে বৃষ্টি।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে ক্রিক ট্রাকার বলছে, ইনিংসের জন্য এটা খুব ভালো একটা খবর বয়ে আনবে না। সকাল ১১ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এতে বলা হয়েছে, পুরো আকাশ মেঘে ঢাকা থাকতে পারে। এর মধ্যে খুব ভালো ভাগ্য হলে সূর্যের দেখা মিলতে পারে। আবহাওয়া থাকবে ঠাণ্ডা। তাপমাত্রা ১৫-১৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আদ্রতা খুব ভালো হওয়ার সম্ভাবনা নেই।

এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিবিসিসহ নটিংহ্যামের সবকটি আবহাওয়া পূর্বাভাস ঘেঁটে দেখা গেছে, আজকের মত কালও নটিংহ্যামের আকাশে মেঘ থাকবে। তবে একদম মেঘের ঘনঘটা থাকার সম্ভাবনা কম। সারা দিনে ভারী ও টানা বৃষ্টির সম্ভাবনার কথা বলা নেই। ব্রিস্টলের মত ৮০-৯০ ভাগ বৃষ্টির পূর্বাভাস নেই।

পূর্ভাবাসে বৃষ্টির কথা বলা যে নেই, তাও নয়। আছে। ৩০ % বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ আছে আবহাওয়া রিপোর্টে। তার মানে বৃষ্টি হয়ত ম্যাচ পন্ড করার মত করে হানা দেবে না । তবে ছোটখাট হলেও একটা হুমকি আছে। এখন শেষ মুহূর্তে ওই হুমকির মাত্রা বেড়ে গেলে ভিন্ন কথা। না হয় অতি নাটকীয় পরিবর্তন না ঘটলে ব্রিস্টলের মত নটিংহ্যামের ট্রেন্টব্রিজেও বৃষ্টিতে খেলায় বিঘ্ন ঘটারা সম্ভাবনা কম।


আরো সংবাদ



premium cement
ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে আগুনে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায়

সকল