২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এবার ইনজুৃরিতে ভুবেনশ্বর

ভারতীয় ফাস্ট বোলার ভুবেনশ্বর কুমার। - ছবি : সংগৃহীত

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চলমান বিশ্বকাপে পরের দুই-তিন ম্যাচ খেলতে পারছেন না ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। গত রোববার পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ার পর এ কথা জানিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

নতুন বলে জসপ্রিত বুমরাহর সঙ্গী ভুবনেশ্বর নিজের তৃতীয় ওভারে বোলিং করার সময় হঠাৎ পড়ে গিয়ে মাঠ ত্যাগ করলে ভারতকে একজন কম বোলার নিয়ে খেরতে হয়।

পরবর্তীতে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হয় বাঁ হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ভুবনেশ্বর এ ম্যাচে আর মাঠে নামতে পারছেন না।

ম্যাচ শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি বলেন, ‘ইনজুরির কারণে ভুবিকে দুই থেকে তিন ম্যাচ মিস করতে হতে পারে। তবে টুর্নামেন্টেই তিনি আবার ফিরে আসতে পারেন।’

ভারতের প্রথম দুই ম্যাচে পাঁচ উইকেট শিকার করেন ভুবনেশ্বর। তার ইনজুরির কারণে এখন দলে সুযোগ হতে পারে টুর্নামেন্টে এখন পর্যন্ত কোন ম্যাচ খেলার সুযোগ না পাওয়া পেসার মোহাম্মদ সামির।

কোহলি বলেন, কুমার দলের জন্য ‘গুরুত্বপূর্ণ’ ছিলেন এবং সামি মাঠে নামার জন্য প্রস্তুত।

হাতে ইনজুরির কারণে ভারত ইতোমধ্যেই ওপেননার শিখর ধাওয়ানকে মিস করছে ভারত। তবে ৩০ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেই তিনি ফিট হবেন বলে আশা করছে দল।


আরো সংবাদ



premium cement