২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত আন্দ্রে রাসেল

- সংগৃহীত

সোমবার বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেলের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। টাইগারদের বিপক্ষে রাসেল খেলবেন কি-না তা ম্যাচের আগেরদিন রোববারও নিশ্চিত করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।

ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন রাসেল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তাই রোববার অনুশীলন করতে পারেননি তিনি। স্বাভাবিক ভাবেই টাইগারদের বিপক্ষে তার খেলা নিয়ে প্রশ্ন উঠেছে।

অবশ্য সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। তিনি বলেন, ‘আমি এখনো নিশ্চিত নই, আমরা বাংলাদেশের বিপক্ষে ম্যাচে রাসেলকে একাদশে রাখতে পারবো কি-না। ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন ফিজিওরা। আমরা তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করব। ম্যাচ শুরুর আগ পর্যন্ত চেষ্টা করবো, তাকে দলে রাখতে।’ সূত্র : বাসস।


আরো সংবাদ



premium cement