১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মেসিদের কোপা মিশন শুরু আজ

-

কোপা আমেরিকায় ব্রাজিলের শুরুটা দারুণ হয়েছে। বলিভিয়াকে তারা ৩-০ গোলে হারিয়েছে। আজ মাঠে নামছে আরেক শিরোপ প্রত্যাশী দল আর্জেন্টিনা। গত দুইটি কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়েনি লিওনেল মেসির। তার আগে ২০০৭ সালেও ফাইনালে হেরেছে আর্জেন্টিনা। সেই দলেও ছিলেন মেসি।

তাই এবারও সবার দৃষ্টি এই আর্জেন্টাইন জাদুকরের দিকে। আজকের ম্যাচে মেসিদের প্রতিপক্ষ কলম্বিয়া। সময়ের পার্থক্যের কারণে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার ভোর ৪ টায়। কলম্বিয়া ফুটবল বিশ্বে শক্তিশালী দল হিসেবেই পরিাচিত। তাই প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হবে মেসিদের।

গ্রুপের অন্য দুটি দল হলো প্যারাগুয়ে ও কাতার। এশিয়ার দল কাতার ও জাপান এই টুর্নামেন্টে খেলছে আমন্ত্রিত দল হিসেবে।

সেই যে ১৯৯৩ সালে সর্বশেষ কোপা আমেরিকা জিতেছিল, এরপর থেকে আন্তর্জাতিক ফুটবলে ট্রফিবিহীন আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলেও অতিরিক্ত সময়ে শেষ মুহূর্তের গোলে জার্মানির কাছে হারতে হয়েছিল তাদের। ২০০৭ সালের ফাইনালে হেরেছে ব্রাজিলের কাছে। ২০১৫ ও ২০১৬- টানা দুই কোপার ফাইনাল খেলেছে মেসির দল। দু’বারই টাইব্রেকারে তারা হেরেছে চিলির কাছে। এমনকি ২০১৬ সালের কোপার ফাইনালে টাইব্রেকারে মেসি নিজেও শট মিস করেছিলেন।

বিশ্বজয়ী ব্রাজিল দলের সদস্য রবার্তো কার্লোস সম্প্রতি এক নিবন্ধে লিখেছেন, ‘মেসির জন্য আমার দুঃখ হয়। ক্লাবের হয়ে সবকিছু পেলেও দেশকে এখনও কিছু দিতে পারেনি। বুঝতে পারছি, মেসির কাছে তা যন্ত্রণার। মেসি কোপাতে চ্যাম্পিয়ন হলে আমি খুশিই হব।’


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল