২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানের সংগ্রহ ২৬২

- ছবি : সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বাবরের আজমের সেঞ্চুরির ওপর ভর করে ২৬২ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৭ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬২ রান করে সারফরাজ আহমেদের দল। বাংলাদেশ সময় সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়।

ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে একশ রান তুলতেই চার উইকেট হারায় পাকিস্তান। ইমাম উল হক(৩২), ফখর জামান (১৯), হারিস সোহেল(১) ও মোহাম্মাদ হাফিজ(১২) আউট হয়েছেন। পঞ্চম উইকেট জুটিতে শোয়েব মালিক ও বাবার আজম মিলে গড়েন ১০৩ রানের জুটি। মালিক ৪৪ রান করে মোহাম্মদ নবীর বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। মাঠে নেম সরফরাজ আহমেদও ১৩ রান করে রশিদ খানের বলে আউট হয়ে মাঠ ছাড়েন। নিয়মিত উইকেট হারাতে থাকলেও একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন বাবর আজম। ৯৯ বলে তুলে নেন সেঞ্চুরি। এরপর তিনিও আর বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মাঠে। ১০ চার ও ২ ছক্কায় ১০৮ বলে ১১২ রান করে দৌলত জারদানের শিকার হন বাবর। এরপর ক্রিজে এসে আর কোন ব্যাটসম্যান বলার ভালো ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে ইমাদ ওয়াসিম করেন সর্বোচ্চ ১৮ রান।

আফগান বোলাদের মধ্যে মোহাম্মদ নবী ৩টি, দৌলত জারদান ও রশিদ খান ২টি করে উইকেট নেন।


আরো সংবাদ



premium cement

সকল