২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বকাপে কে হচ্ছেন তামিমের উদ্বোধনী সঙ্গী?

তামিম ইকবাল, সৌম্য সরকার ও ইমরুল কায়েস - ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলে বহু বছর ধরে একটি প্রশ্ন ঘুরপাক খায় - কে হবেন তামিম ইকবালের উদ্বোধনী সঙ্গী।

২০০৭ সাল থেকে বাংলাদেশ দলে তামিম ইকবালের সাথে কমপক্ষে ছয়জন ইনিংস ওপেন করেন, যারা ন্যূনতম ১০ ম্যাচ খেলেছেন।

তারা হলেন - ইমরুল কায়েস, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, শাহরিয়ার নাফিস, জুনায়েদ সিদ্দিকি ও লিটন দাস।

তাদের মধ্যে এই সময়কালে ৬৪ ম্যাচ খেলা ইমরুল কায়েসের গড় ৩৫.১৫ আর ২৬ ম্যাচ খেলা সৌম্য সরকারের গড় ৩৫.১৩।

গড় এই দুজনের কাছাকাছি হলেও স্ট্রাইক রেটের পার্থক্য এমন, ইমরুল কায়েসের স্ট্রাইক রেট ৭১.৭২, সৌম্য সরকারের স্ট্রাইক রেট ৯৮.২২।

বাকিরা বয়স ও পারফরম্যান্স বিবেচনায় পিছিয়ে থাকলেও মূল প্রতিযোগিতা হয় এই দুজনেই - ইমরুল কায়েস ও সৌম্য সরকার।

যেখানে পরিসংখ্যান, অর্থাৎ ক্যারিয়ার গড় ও স্ট্রাইক রেটে সৌম্য সরকার বেশ এগিয়ে।

সৌম্য সরকারের ওয়ানডে ক্যারিয়ার গড়: ৩৬.৬৭ আর ইমরুল কায়েসের ৩২.০২।

বিশ্বকাপের আগে বিবিসি বাংলার সাথে সৌম্য সরকার
প্রত্যাশার চাপ কেমন প্রভাব ফেলে?

‘মানুষের প্রত্যাশা সবসময় পূরণ করা কঠিন, পরের ম্যাচগুলো চেষ্টা করবো যাতে ভালো কিছু করা যায়।’

২০১৪ থেকে ২০১৯ : দায়িত্ব কি বেড়েছে?

‘দায়িত্ব বলতে আমি আমার দিক থেকে শতভাগ দেয়ার চেষ্টা করবো।’

‘যদি একাদশে সুযোগ পাই পুরোপুরি দায়িত্ব পূরণ করার চেষ্টা করবো, তিন বিভাগেই আমার যতটুকু দেয়ার সেটা দেয়ার চেষ্টা করবো।’

বোলার সৌম্য কতটা প্রস্তুত?

ইংল্যান্ডের কন্ডিশনে সিম বোলারদের কাছে বাড়তি চাওয়া থাকবে অধিনায়কদের।

এর আগেও বিভিন্ন সময় সৌম্য সরকারের হাতে বল তুলে দিয়েছে বাংলাদেশের অধিনায়করা।

‘অন্য তিনজন পেস বোলার খেলে তারা যেভাবে বল করে বা তাদের সাহায্য করার চেষ্টা করি, আমি দলকে কতটুকু দিতে পারবো আর ভালো করলে পরের ম্যাচে বল করার সুযোগ বেশি থাকবে, এটা ভেবে বোলিং করি।’

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফির ফাইনালে সৌম্য সরকারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান ভারতের দিনেশ কার্তিক।

সেই স্মৃতি কি মনে আছে সৌম্যর?

‘ওটা টি-টোয়েন্টি ছিল, এটা ওয়ানডে। যদি এমন সিচুয়েশন যদি সামনে আসে আমি এই ভুল না করার চেষ্টা করবো।’

বিশ্লেষকরা সৌম্য সরকারকে নিয়ে কী বলছেন?
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ন্যাশনাল কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম বিবিসি বাংলাকে বলছেন, ‘সৌম্য সরকারের মেধা নিয়ে কোনো প্রশ্ন নেই, আগেও ওর দুর্দান্ত ইনিংস দেখেছি যেটা প্রশ্ন সেটা হলো সৌম্য সরকারের ধারাবাহিকতা।’

‘ঢাকা প্রিমিয়ার লিগে যে একটি সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর সৌম্যর শারীরিক ভাষায় পরিবর্তন এসেছে।’

ফাহিম বলেন, ‘অনেক ঠান্ডা মাথায় শট খেলছে। আগে একটা অস্বস্তি দেখা যেতো সেটা দেখা যাচ্ছে না, যেমন খেলছে এটা আমরা আগেও দেখেছি যে ওর শট মারতে পারার ক্ষমতা। এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো ধারাবাহিকতা।’

সৌম্য সরকারের শেষ ১০টি ইনিংস
১১৭, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ভেন্যু চট্টগ্রাম
১৯, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু ঢাকা
৬, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু ঢাকা
৮০, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু, সিলেট
৩০ প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ভেন্যু নেপিয়ার
২২, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ভেন্যু, ক্রাইস্টচার্চ,
০, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ভেন্যু ডানেডিন
৭৩, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু ডাবলিন
৫৪, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু ডাবলিন
৬৬, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু ডাবলিন

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement