২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শাহজাদের সেঞ্চুরি, নায়েবের ৬ উইকেট, আফগানদের দুর্দান্ত জয়

শাহজাদের সেঞ্চুরি, নায়েবের ৬ উইকেট, আফগানদের দুর্দান্ত জয় - ছবি : ইএসপিএনক্রিকইনফো

বিশ্বকাপের ঠিক আগে দু’ ম্যাচের ওয়ান ডে সিরিজ ড্র করল আফগানিস্তান৷ সিরিজে ০-১ পিছিয়ে থেকে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ১২৬ রান জয় ছিনিয়ে নেয় আফগানরা৷ সেই সঙ্গে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’ ম্যাচের ওয়ান ডে সিরিজ ১-১ করে আফগানিস্তান৷

৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে শুরু হচ্ছে বিশ্বকাপ৷ তার আগে আয়ারল্যান্ডের মাটিতে ওয়ান ডে সিরিজ ড্র করে বিশ্বকাপের প্রস্তুতি মন্দ হলো না রশিদ খানদের৷ মঙ্গলবার বেলফাস্টে টস জিতে আফগানিস্তানকে প্রথম ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড৷ ওপেনার মোহাম্মদ শাহজাদের দুরন্ত সেঞ্চুরি ও লো-অর্ডারে নাজিবুল্লাহ জাদরানের ঝোড়ো ইনিংসে সাত উইকেটে ৩০৫ রান তোলে আফগানিস্তান৷

৮৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন আফগান উইকেটকিপার ব্যাটসম্যান৷ ইনিংসে ১৬টি বাউন্ডারি মারেন শাহজাদ৷ ওপেনিং জুটিতে মাত্র ২৫ রান যোগ করলেও দ্বিতীয় উইকেটে রহমত শাহের সঙ্গে ১৫০ রানের পার্টনারশিপ গড়ে আফগান ইনিংসের ভিত শক্ত করেন শাহজাদ৷ ৮৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি৷ ৯০ বলে ৬২ রান করেন শাহ৷ তবে সাত নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ৩৩ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের রান তিন শ'তে পৌঁছে দেন জারদান৷

রান তাড়া করতে নেমে ৪১.২ ওভারে ১৭৯ রানে গুটিয় যায় আয়ারল্যান্ড ইনিংস৷ ওপেনার পল স্টিরলিং ৫৬ বলে হাফ-সেঞ্চুরি করলেও আফগানদের চাপে রাখতে পারেননি আইরিশরা৷ আফগান ক্যাপ্টেন গুলবাদিন নায়েবের দুরন্ত বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আইরিশ ইনিংস৷ ৯.২ ওভারে মাত্র ৪৩ রান খরচ করে ৬টি উইকেট তুলে নেন আফগান ক্যাপ্টেন৷ ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে আফগান বোলারদের মধ্যে এটি তৃতীয় সেরা পারফর্ম্যান্স৷ গত মাসেই গুলবাদিন নায়েবের হাতে নেতৃত্ব তুলে দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ডে৷ তবে এ নিয়ে সমালোচনাও কম হয়নি৷

বিশ্বকাপেও আফগানদের নেতা গুলবাদিন নায়েব৷ ১ জুন ব্রিস্টলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান৷ এর আগে অবশ্য পাকিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে রশিদ খানরা৷ ২৪ তারিখ ব্রিস্টলে প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান৷ আর ২৭ তারিখ লন্ডনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান৷


আরো সংবাদ



premium cement