২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শাহজাদের সেঞ্চুরি, নায়েবের ৬ উইকেট, আফগানদের দুর্দান্ত জয়

শাহজাদের সেঞ্চুরি, নায়েবের ৬ উইকেট, আফগানদের দুর্দান্ত জয় - ছবি : ইএসপিএনক্রিকইনফো

বিশ্বকাপের ঠিক আগে দু’ ম্যাচের ওয়ান ডে সিরিজ ড্র করল আফগানিস্তান৷ সিরিজে ০-১ পিছিয়ে থেকে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ১২৬ রান জয় ছিনিয়ে নেয় আফগানরা৷ সেই সঙ্গে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’ ম্যাচের ওয়ান ডে সিরিজ ১-১ করে আফগানিস্তান৷

৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে শুরু হচ্ছে বিশ্বকাপ৷ তার আগে আয়ারল্যান্ডের মাটিতে ওয়ান ডে সিরিজ ড্র করে বিশ্বকাপের প্রস্তুতি মন্দ হলো না রশিদ খানদের৷ মঙ্গলবার বেলফাস্টে টস জিতে আফগানিস্তানকে প্রথম ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড৷ ওপেনার মোহাম্মদ শাহজাদের দুরন্ত সেঞ্চুরি ও লো-অর্ডারে নাজিবুল্লাহ জাদরানের ঝোড়ো ইনিংসে সাত উইকেটে ৩০৫ রান তোলে আফগানিস্তান৷

৮৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন আফগান উইকেটকিপার ব্যাটসম্যান৷ ইনিংসে ১৬টি বাউন্ডারি মারেন শাহজাদ৷ ওপেনিং জুটিতে মাত্র ২৫ রান যোগ করলেও দ্বিতীয় উইকেটে রহমত শাহের সঙ্গে ১৫০ রানের পার্টনারশিপ গড়ে আফগান ইনিংসের ভিত শক্ত করেন শাহজাদ৷ ৮৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি৷ ৯০ বলে ৬২ রান করেন শাহ৷ তবে সাত নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ৩৩ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের রান তিন শ'তে পৌঁছে দেন জারদান৷

রান তাড়া করতে নেমে ৪১.২ ওভারে ১৭৯ রানে গুটিয় যায় আয়ারল্যান্ড ইনিংস৷ ওপেনার পল স্টিরলিং ৫৬ বলে হাফ-সেঞ্চুরি করলেও আফগানদের চাপে রাখতে পারেননি আইরিশরা৷ আফগান ক্যাপ্টেন গুলবাদিন নায়েবের দুরন্ত বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আইরিশ ইনিংস৷ ৯.২ ওভারে মাত্র ৪৩ রান খরচ করে ৬টি উইকেট তুলে নেন আফগান ক্যাপ্টেন৷ ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে আফগান বোলারদের মধ্যে এটি তৃতীয় সেরা পারফর্ম্যান্স৷ গত মাসেই গুলবাদিন নায়েবের হাতে নেতৃত্ব তুলে দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ডে৷ তবে এ নিয়ে সমালোচনাও কম হয়নি৷

বিশ্বকাপেও আফগানদের নেতা গুলবাদিন নায়েব৷ ১ জুন ব্রিস্টলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান৷ এর আগে অবশ্য পাকিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে রশিদ খানরা৷ ২৪ তারিখ ব্রিস্টলে প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান৷ আর ২৭ তারিখ লন্ডনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান৷


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে?

সকল