২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নিশ্চিতভাবে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া : গম্ভীর

- ছবি : সংগৃহীত

এবারের বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকেই টপ ফেভারিট মানছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। তার মতে, নিশ্চিতভাবে ফাইনালে উঠবে দেশটি। শিরোপার চূড়ান্ত লড়াইয়ে অজিদের প্রতিপক্ষ হতে পারে স্বাগতিক ইংল্যান্ড বা ভারত।

৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। দশ দলের এই প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্ভাবনা দেখছেন টিম ইন্ডিয়ার সাবেক ওপেনিং ব্যাটসম্যান গম্ভীর।

২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য গম্ভীর এবারের বিশ্বকাপে ফেভারিট প্রসঙ্গে বলেন, ‘অস্ট্রেলিয়া আমার প্রথম ফেভারিট। তারা নিশ্চিতভাবে ফাইনাল খেলবে। ফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে যৌথভাবে আমি ফেভারিট রাখবো ইংল্যান্ড ও ভারতকে।’

ভারতের বিশ্বকাপ দল প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘ব্যাটিংয়ের কথা বললে, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বড় ধরনের স্কোর করতে হবে। বোলিংয়ে জাসপ্রিত বুমরাহ হবে এক্স-ফেক্টর। এবারের বিশ্বকাপ খুবই চমৎকার হবে। অন্তত ছয়টি দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।’


আরো সংবাদ



premium cement