২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মিশন বিশ্বকাপ : ইংল্যান্ডের মাটিতে পা রাখল বাংলাদেশ

- ছবি : সংগৃহীত

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জয়ের পর একদিন বিশ্রাম নিয়ে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল। একসঙ্গে আছে দলের ১৩ ক্রিকেটার। কয়েকদিন বিরতি থাকায় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফিরেছেন দেশে। আর তামিম ইকবাল পরিবারের সঙ্গ পেতে গেছেন দুবাইয়ে।

এছাড়াও দেশে ফিরেছেন ত্রিদেশীয় সিরিজে দলে থাকা তাসকিন আহমেদ, ইয়াসির আলি রাব্বি, নাঈম হাসান ও ফরহাদ রেজা।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ইংল্যান্ডের ডাবলিনে পৌঁছায় টাইগাররা। রোববার লেস্টারে শুরু হবে তাদের বিশ্বকাপ প্রস্তুতি। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

আগামী ৫ দিন চলবে বাংলাদেশের প্রস্তুতি। বৃহস্পতিবার কার্ডিফে চলে যাবেন স্টিভ রোডসের শিষ্যরা। আগামী ২৬ ও ২৮ মে কার্ডিফে ভারত ও পাকিস্তানের বিপক্ষে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন, ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে।


আরো সংবাদ



premium cement