২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

৩৬ বছরের রেকর্ড ভাঙলেন পাকিস্তানি ব্যাটসম্যান

ইমাম-উল-হক - সংগৃহীত

বিশ্বকাপের আগেই দারুণ এক রেকর্ড বুকে নিজের স্থান করে নিলেন পাকিস্তানি ব্যাটসম্যান৷ আর তা করলেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেবের রেকর্ড ভেঙে৷ ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ১৫১ রানের ইনিংস খেলে কপিলের রেকর্ড ভাঙেন পাকিস্তানি ওপেনার ইমাম-উল-হক৷

সবচেয়ে কম বয়সে ইংল্যান্ডের মাটিতে এতদিন ১৫০-এর বেশি রানের ইনিংস খেলার রেকর্ড ছিল কপিলের দখলে৷ ২৪ বছর বয়সে ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবেুুয়ের বিরুদ্ধে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন কপিল৷ কিন্তু ৩৬ বছর পর কপিলের সেই রেকর্ড ভেঙে ফেলে পাক ওপেনার৷ মাত্র ২৩ বছর বয়সে ১৫১ রানের ইনিংস খেলেন ইমাম৷ সেই সঙ্গে ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে কম বয়সে ওয়ান ডে ম্যাচে ১৫০ বেশি রানের ইনিংস খেলেন বাঁ-হাতি পাকিস্তানি ওপেনার৷

ইমামের ১৩১ বলে ১৫১ রানের ইনিংস ভর করে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ইংল্যান্ডের সামনে ৩৫৯ রানের লক্ষ্যমাত্র রাখে পাকিস্তান৷ ব্রিস্টলের ছোট বাউন্ডারির সুবিধা নেয় পাক ওপেনার৷ ১৬টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন ইমাম৷ বাকিরা বিশেষ সুবিধা করতে পারেনি৷ আসিফ আলি ৫২ এবং হরিশ সোয়েলের ৪১ রান করেন৷

তবুও সিরিজে জয় অধরা সরফরাজ খানদের৷ কারণ জনি বেয়ারস্টোয়ের দুরন্ত সেঞ্চুরিতে চার ওভার বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড৷ বেয়ারস্টো ও জেসন রয়ের ১৫৯ রানের ওপেনিং পার্টনারশিপে রান তাড়া করার ক্ষেত্রে কয়েক কদম এগিয়ে যায় ইংল্যান্ড৷ শেষ পর্যন্ত ৯৩ বলে ১২৮ রানের ইনিংস খেলেন বেয়ারস্টো৷ ৫৫ বলে ৭৬ রান করেন রয়৷ এই জয়ের ফলে পাঁচ ওয়ান ডে সিরিজে ২-০ এগিয়ে যায় মর্গ্যানবাহিনী৷ কেনিংটন ওভালে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়৷

দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সামনে ৩৭৪ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড৷ রান তাড়া করে অবশ্য লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিল সরফরাজরা৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ মাত্র ১২ রানে ম্যাচ হারে পাকিস্তান৷ রোজ বোলের এই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন অন্য পাকিস্তানি ওপেনার ফকর জামান৷ ১০৬ বলে তার ১৩৮ রানের ইনিংসেও জয়ের মুখ দেখেনি পাকিস্তান৷


আরো সংবাদ



premium cement
ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান যুক্তরাষ্ট্রের সেতু ভাঙ্গার প্রভাব পড়বে বিশ্বজুড়ে! নাশকতার মামলায় চুয়াডাঙ্গা বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে হারল্যানের পণ্য কিনে লাখপতি হলেন ফাহিম-উর্বানা দম্পতি যাদের ফিতরা দেয়া যায় না ১৭ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা বেলাবতে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রি নিহত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসঙ্ঘের প্রতিবেদন

সকল