২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

৩৬ বছরের রেকর্ড ভাঙলেন পাকিস্তানি ব্যাটসম্যান

ইমাম-উল-হক - সংগৃহীত

বিশ্বকাপের আগেই দারুণ এক রেকর্ড বুকে নিজের স্থান করে নিলেন পাকিস্তানি ব্যাটসম্যান৷ আর তা করলেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেবের রেকর্ড ভেঙে৷ ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ১৫১ রানের ইনিংস খেলে কপিলের রেকর্ড ভাঙেন পাকিস্তানি ওপেনার ইমাম-উল-হক৷

সবচেয়ে কম বয়সে ইংল্যান্ডের মাটিতে এতদিন ১৫০-এর বেশি রানের ইনিংস খেলার রেকর্ড ছিল কপিলের দখলে৷ ২৪ বছর বয়সে ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবেুুয়ের বিরুদ্ধে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন কপিল৷ কিন্তু ৩৬ বছর পর কপিলের সেই রেকর্ড ভেঙে ফেলে পাক ওপেনার৷ মাত্র ২৩ বছর বয়সে ১৫১ রানের ইনিংস খেলেন ইমাম৷ সেই সঙ্গে ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে কম বয়সে ওয়ান ডে ম্যাচে ১৫০ বেশি রানের ইনিংস খেলেন বাঁ-হাতি পাকিস্তানি ওপেনার৷

ইমামের ১৩১ বলে ১৫১ রানের ইনিংস ভর করে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ইংল্যান্ডের সামনে ৩৫৯ রানের লক্ষ্যমাত্র রাখে পাকিস্তান৷ ব্রিস্টলের ছোট বাউন্ডারির সুবিধা নেয় পাক ওপেনার৷ ১৬টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন ইমাম৷ বাকিরা বিশেষ সুবিধা করতে পারেনি৷ আসিফ আলি ৫২ এবং হরিশ সোয়েলের ৪১ রান করেন৷

তবুও সিরিজে জয় অধরা সরফরাজ খানদের৷ কারণ জনি বেয়ারস্টোয়ের দুরন্ত সেঞ্চুরিতে চার ওভার বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড৷ বেয়ারস্টো ও জেসন রয়ের ১৫৯ রানের ওপেনিং পার্টনারশিপে রান তাড়া করার ক্ষেত্রে কয়েক কদম এগিয়ে যায় ইংল্যান্ড৷ শেষ পর্যন্ত ৯৩ বলে ১২৮ রানের ইনিংস খেলেন বেয়ারস্টো৷ ৫৫ বলে ৭৬ রান করেন রয়৷ এই জয়ের ফলে পাঁচ ওয়ান ডে সিরিজে ২-০ এগিয়ে যায় মর্গ্যানবাহিনী৷ কেনিংটন ওভালে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়৷

দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সামনে ৩৭৪ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড৷ রান তাড়া করে অবশ্য লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিল সরফরাজরা৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ মাত্র ১২ রানে ম্যাচ হারে পাকিস্তান৷ রোজ বোলের এই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন অন্য পাকিস্তানি ওপেনার ফকর জামান৷ ১০৬ বলে তার ১৩৮ রানের ইনিংসেও জয়ের মুখ দেখেনি পাকিস্তান৷


আরো সংবাদ



premium cement