২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আলোচনায়  তাসকিন : নেপথ্যের ঘটনা

তাসকিন আহমেদ - সংগৃহীত

পেস আক্রমণে বৈচিত্র্য আনতে তাসকিন আহমেদকে বিশ্বকাপ দলে চাইছে আয়ারল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট। তবে ক্রিকেট বোর্ড চাইছে না এখনই কোনো পরিবর্তন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ত্রিদেশীয় সিরিজের ম্যাচ ও ইংল্যান্ডে অনুশীলন দেখেই নেয়া হবে সিদ্ধান্ত।

বিশ্বকাপ দল ঘোষণার পরও এটা নিয়ে কথা হয়েছে, আবারো কথা হচ্ছে ত্রিদেশীয় সিরিজ চলার সময়। ইস্যু সেই তাসকিন আহমেদ। চোট থেকে ফেরার পর নিজেকে ফিরে পাওয়ার সময়টা পাননি, এরই মধ্যে ঘোষণা হলো বিশ্বকাপ দল। জায়গা হলো না তাসকিনের। দল ঘোষণার পর সমর্থকদের একটা অংশ তাসকিনকে নিয়ে সরব ছিল, এমন দ্রুতগতির ফাস্টবোলারকে বিশ্বকাপের মতো বড় আসরে সুযোগ কেন দেয়া হলো না, কেন তাকে সময় দেয়া হলো না!

তাসকিনও বাদ পড়ার পর হতাশা গোপন করতে পারেননি। গণমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে কেঁদেছেন। তবে বিশ্বকাপ দলে জায়গা না দিলেও আয়ারল্যান্ড সিরিজে ডানহাতি এই পেসারকে একটা সুযোগ দেন নির্বাচকরা। মূল সিরিজে এখন পর্যন্ত নামতে পারেননি তাসকিন তবে প্রস্তুতি ম্যাচে ৩ উইকেট নিয়ে আবারো নজরে এসেছেন। এরই মধ্যে খবর ছড়ালÑ বিশ্বকাপ দলে থাকা আবু জায়েদ রাহি নাকি পুরোপুরি ফিট নন। তার বদলে বিশ্বকাপে জায়গা করে নিচ্ছেন তাসকিন। জানা গেল, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আর কোচ স্টিভ রোডস নাকি দলে একজন এক্সপ্রেস ফাস্টবোলার খুব করেই চাইছেন। তাই তাসকিনকে নতুন করে ভাবা হচ্ছে। তবে আসলেই তাসকিন বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে যাবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। 

আবু জায়েদ রাহির জায়গায় তাসকিনের অন্তর্ভুক্তির যে কথা উঠেছে তা সত্যি নয়। কেননা এখনো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গতকাল নাজমুল হাসান পাপন গুলশানে নিজ বাসায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘বোলিংয়ে ভারসাম্য আনতে ব্যাপারটা আলোচনায় এসেছে। তাসকিন অনেক লম্বা এবং দ্রুতগতির পেসার, সেক্ষেত্রে তাকে চাইছে টিম ম্যানেজমেন্ট। কেননা, লম্বা হওয়ায় বাউন্সার মারতে পারবে। পেস অ্যাটাক ভারসাম্যপূর্ণ হবে। দলে যে পেসার আছে, তাদের মধ্যে রুবেল একটু গতিতে বল করে। মাশরাফি, রাহি, মুস্তাফিজুর, সাইফউদ্দিনরা কিন্তু খুব জোরে বোলিং করেন না। সেক্ষেত্রে ওরা চাইছে তাসকিনকে। কোচের একটা পছন্দ আছে।’

বিসিবি অধিকর্তা আরো বলেন, ‘তবে আমরা ত্রিদেশীয় সিরিজ দেখব। এখনো তো রাহি কিংবা তাসকিন খেলেইনি। দেখে বোঝা যাবে। তা ছাড়া ফিটনেসের ব্যাপারও আছে। তাসকিন প্রস্তুতি ম্যাচে ৩ উইকেট নিলেও শতভাগ দিয়ে কিন্তু বোলিং করতে পারেনি। ত্রিদেশীয় সিরিজের পর লেস্টারশায়ারে ৫ দিনের ক্যাম্প আছে। সেখানে দেখার সুযোগ পাব। ২৩ মে বিশ্বকাপ দলে পরিবর্তন আনার শেষ তারিখ। ওই তারিখ পর্যন্ত দেখেই আমরা সিদ্ধান্ত নেব।’
প্রশ্ন উঠেছে বিশ্বকাপ দলে থাকার পরও কেন আবু জায়েদকে বাদ দেয়ার ভাবনা আসছে? জবাবে পাপন বললেন, ‘তাসকিন চোটে থাকাতেই কিন্তু রাহি বিশ্বকাপ দলে চলে আসে। চোট বাধা হয়ে না এলে বিশ্বকাপ দলে অবধারিতভাবেই থাকতেন তাসকিন। কিন্তু বিপিএলে পাওয়া চোট সম্ভাবনা কমিয়ে দেয়। যখন ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়, তখনো চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি এ পেসার। যে কারণে দলে রাখা হয় আবু জায়েদকে। ২৩ মের আগে তাসকিন যদি নিজেকে মেলে ধরতে পারেন, তাহলে তারই সম্ভাবনা বেশি থাকবে বিশ্বকাপে খেলার।’

বাংলাদেশে যখন সকাল, আয়ারল্যান্ডে তখন গভীর রাত। সময়ের ব্যবধান পাঁচ ঘণ্টা হওয়ায় জাতীয় দলে খবর পেতে কিছুটা বেগ পেতে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। এর মধ্যেই গতকাল সকালে চাউর হয়ে যায়- টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে আসছে পরিবর্তন। ডানহাতি পেসার আবু জায়েদ রাহীর বদলে সুযোগ পাচ্ছে আরেক পেসার তাসকিন আহমেদ। কিন্তু হুট করেই কেন এমন সিদ্ধান্ত। দলের সাথে আয়ারল্যান্ড গেলেও কেন বাদ দেয়া হচ্ছে আবু জায়েদ রাহিকে? তবে মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, ‘ইনজুরির কারণে রাহি একদিন মাত্র নেটে বোলিং করেছেন, সেটা গতকালকে। তবে ফিজিওরা এখনো পর্যন্ত ইনজুরির ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারেননি।’

ইনজুরি হলেও সেটি কাটিয়ে উঠতে এখনো অন্তত আড়াই সপ্তাহ সময় রয়েছে রাহির সামনে। তবু কেন স্কোয়াডে বদলের চিন্তাভাবনা করা হচ্ছে? ভেতরের খবর হলো জাতীয় অধিনায়ক মাশরাফি এবং কোচ স্টিভ রোডস চাচ্ছেন একজন এক্সপ্রেস বোলার নেয়া হোক বিশ্বকাপে। আর একমাত্র এক্সপ্রেস বোলারের নাম হচ্ছে তাসকিন।


আরো সংবাদ



premium cement