২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ফখর-ইমামের ব্যাটে জয়ের পথে পাকিস্তান

- ছবি : সংগৃহীত

ফখর জামান ও ইমাম-উল হকের ১০১ রানের অবিচ্ছেদ্য জুটিতে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। ৫২ বলে ৬২ রান নিয়ে ব্যাট করছেন ফখর। ইমাম ব্যাট করছেন ৩৮ বলে ৩৬ রান নিয়ে।

জোসুয়া কোবের অপরাজিত ১৪৬ রানের ইনিংসের ওপর ভর করে নর্দাম্পটনশায়ার নির্ধারিত ৫০ ওভারে ২৭৩ রান সংগ্রহ করে।

সোমবার কাউন্টি গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নর্দাম্পটনশায়ারের অধিনায়ক জোসুয়া কোব। শুরুটা একদমই ভালো হয়নি তাদের। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই রানের খাতা খোলার আগেই মোহাম্মদ আমিরের শিকার হোন রিচার্ড লেভি। দলীয় ৪৮ রানের মাথায় মোহাম্মদ হাসনাইনের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ২৩ রানে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার বেন কুরান। ওয়ান ডাউনে নেমে ১৪৫ বলে ১২টি চার ৬টি ছক্কায় অপরাজিত ১৪৬ রান করেন জোসুয়া কোব। এছাড়া টম সোল ২২, ব্রেট হুট্টনের ২৭ রানের ছোট ছোট ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে নর্দাম্পটনশায়ার।

পাকিস্তানের হয়ে আমির, হাসনাইন, ইয়াসির শাহ, ইমাদ ওয়াসিম, হারিস সোহেল ও জুনায়েদ খান প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।

২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ১০১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ৫২ বলে ৬২ রান নিয়ে ব্যাট করছেন ফখর জামান। ইমাম ব্যাট করছেন ৩৮ বলে ৩৬ রান নিয়ে।


আরো সংবাদ



premium cement

সকল