২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বকাপের ১০ দল : যারা আছেন

দল নিয়ে শিরোপা লড়াইয়ে নামতে প্রস্তুত ১০ সেনাপতি - ছবি : সংগৃহীত

আসন্ন ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বেঁধে দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই দল ঘোষণা সম্পন্ন করেছে দেশগুলো । সবার আগে চমক দিয়ে নিউজিল্যান্ড বিশ্বকাপের দল ঘোষণা করে এবং সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ আইসিসির বেঁধে দেয়া সময়েরে শেষদিন তথা ২৩ এপ্রিল তাদের স্কোয়াড ঘোষণা করে।

বিশ্বকাপের ১২তম আসরে সবকটি দলেই অনেক শক্তিশালী। মাঠে মানা নামার আগে একনজরে বিশ্বকাপের ১০টি দলের স্কোয়াড:

নিউজিল্যান্ড : কেন উইলয়ামসন (অধিনায়ক), রস টেলার, টম লাথাম (উইকেটরক্ষক), টম ব্লান্ডেল, মিচেল স্যান্টনার, কলিন ডি গ্র্যান্ডহাম, লাকি ফার্গুসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কলিন মুনরো, ইশ সোদি, হেনরি নিকোলস, মর্টিন গপটিল, ম্যাট হেনরি ও জিমি নিশাম।

অস্ট্রেলিয়া : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ওসমান খাজা, স্টিভ স্মিথ, শন মার্শ, অ্যালেক্স কোরি, মার্কোয়েস স্টোয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, জিয়ে রিচার্ডসন, প্যাট কমিন্স, জেসন বেহরেন্ডর্ফ, নাথান কোল্টর-নাইল, অ্যাডাম জাম্পা ও নাথান লায়ন।

আফগানিস্তান : গুলবাদিন নায়েব (অধিনায়ক), মোহাম্মদ শেহজাদ (উইকেরক্ষক), নূর আলি জাদরান, হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাসমউল্লাহ শাহেদি, নাজিউল্লাজ জাদরান, সামিউল্লাজ সিনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, দাওলাত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান ও মুজিব উর-রাহমান।

বাংলাদেশ : মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম উকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও আবু জায়েদ রাহী।

ইংল্যান্ড : ইয়ন মরগান (অধিনায়ক), মইন আলি, জনি বায়েস্ট্রো, জস বাটলার (উইকেটরক্ষক), টম কুরান, জো রুট, অ্যালেক্স হেলস, লিয়াম প্ল্যানকেট, আদিল রশিদ, জো ডেনলি, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওয়াকস ও মার্ক উড।

পাকিস্তান : সরফরাজ আহমেদ (অধিনায়ক/উইকেটরক্ষক) আবিদ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, ইমাদ ওয়াসিম, হারিস সোহেল, হাসান আলী, ইমাম উল হক, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।

ভারত : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শার্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, মাহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, দিনেশ কার্তিক, যুবেন্দ্র চাহাল, কুলদ্বিপ যাদব, ভুবেনশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা ও মোহাম্মদ সামি।

দক্ষিণ আফ্রিকা : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), অ্যাইডেন মার্করাম, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, র‌্যাসি ভান ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিল পেহলুকায়ো, জেপি ডুমিনি, ডোয়াইন প্রিটারিয়াস, ডেল স্টেইন, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্টজ, ইমরান তাহির ও তাবরাইজ সামছি।

শ্রীলঙ্কা : দিমুথ করুণারত্নে (অধিনায়ক), আভিক্ষা ফার্নান্দো, লাহিরু থিরিমান্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধানঞ্জয়া ডি সিলভা, জাফেরি ভান্দারসে, থিসারা পেরেরা, ইসুরু উডানা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, জীবন মেন্ডিস ও মিলিন্দা সিরিয়াওয়ার্দানা।

ওয়েস্ট ইন্ডিজ : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শেল্ডন কোট্রেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, নিকোলস পুরান (উইকেরক্ষক), অ্যাসলি নার্স, ফ্যাবিয়ান অ্যালেন, শিমরান হেটমায়ার, শাই হোপ, ওশেন থমাস. কার্লোস ব্রেথওয়েট, ড্যারেন ব্রাভো ও এভিন লুইস।

১০ টি দল নিয়ে ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে বসতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসর। আসরে থাকছে ১১টি মাঠে মোট ৪৮টি ম্যাচ। ১৪ জুলাই লর্ডসে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ



premium cement
উত্তর গাজায় আবারো ইসরাইলের গোলাবর্ষণ ধামরাইয়ে তাপদাহে জনজীবন কাহিল, ডায়রিয়াসহ জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ মিয়ানমার থেকে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশী কেএনএফ সন্দেহে ছাত্রলীগ নেতাসহ কারাগারে ৭ স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল রাজশাহীর পদ্মায় গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু দুই ভাইকে পিটিয়ে হত্যা : ৫ ঘণ্টা অবরুদ্ধ ফরিদপুর-খুলনা মহাসড়ক দুমকিতে সরকারি নির্দেশনা অমান্য করে সভাপতির নির্দেশে ক্লাস চালু সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় লক্ষাধিক মানুষকে সরিয়ে নিলো চীন

সকল