২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সমালোচনাকে পুড়িয়ে ছাই বানাচ্ছেন সৌম্য

ক্রিকেট
সমালোচনাকে পুড়িয়ে ছাই বানাচ্ছেন সৌম্য সরকার - ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলছে ‘সৌম্য শো’। মঙ্গলবার প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে চার-ছক্কার বৃষ্টি বইয়ে দিয়ে ৭৮ বলে তুলে নিলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। তার এ পারফরম্যান্সে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫ ওভার শেষে আবাহনীর সংগ্রহ বিনা উইকেটে ২৫৬ রান।

সৌম্য অপরাজিত আছেন ১৬৯ রানে, বল খেলেছেন ১২১টি। এর মধ্যে ছক্কা ১৬টি, চারের মার ১১টি।

অনেকদিন ধরে নিজেকে হারিয়ে খুঁজছিলেন বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার বৃষ্টি ঝরেছিলো তাকে নিয়ে। সবকিছুর জবাব সৌম্য দিচ্ছেন ব্যাট হাতে।

ডিপিএলে গত ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন নিজ দল আবাহনী লিমিটেডের।

প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারাতে পারলেই মিলবে টানা দ্বিতীয় শিরোপা, হেরে গেলে অপেক্ষা করতে হবে রূপগঞ্জের পরাজয়ের।

সাভার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৩ নম্বর মাঠে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে তানবীর হায়দারের ক্যারিয়ার সেরা অপরাজিত ১৩২ রানের ওপর ভর করে ৩১৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ধানমন্ডি শেখ জামাল ক্লাব।

ইলিয়াস সানির ৪৫, মেহরাব হেসেনের ৪৪, ফারদিন হাসানের ৩৪ ও তানবীর হায়দারের ১১৫ বলে ১০ চার ও ৬ ছক্কায় ১৩২ রানের সুবাধে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

আবাহনীর হয়ে ১০ ওভারে একটি মেইডেন ওভারসহ ৫৬ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।


আরো সংবাদ



premium cement