২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিশ্বকাপে পাক-ভারত ম্যাচকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ ইমাদ

ইমাদ ওয়াসিম - ফাইল ছবি

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তিনি বলেন, এটি আর দশটা ম্যাচের মতোই একটি ম্যাচ। আমরা কোন বিশেষ ম্যাচ নয়, প্রতিদিন পরের ম্যাচটি নিয়ে চিন্তা করবো।

ইমাদ ওয়াসিম মনে করেন, বিশ্বকাপে আবারো ভারত-পাকিস্তানের একটি প্রতিদ্বন্দ্বীতামুলক ম্যাচ দেখতে পাবে বিশ্ব। এই ম্যাচকে নিয়ে দুই দলেরই রয়েছে আলাদা আলাদা পরিকল্পনা।

৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের মত বড় আসরকে সামনে রেখে দলের প্রস্তুতি নিয়ে ইমাদ ওয়াসিম কথা বলেছেন লাহোর ভিত্তিক সংবাদ সংস্থা এআরওয়াইয়ের সাথে। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সেখানে ইমাদ বলেন, ‘আমরা জানি সকল ক্রিকেটপ্রেমীর চোখ বিশ্বকাপে ১৬ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-পাকিস্তানের ম্যাচের দিকে। এটি বিশ্বকাপে অন্যসব ম্যাচ থেকে আলাদা। আশা করি প্রতিদ্বন্দ্বীতামুলক একটি ম্যাচ হবে।’

বিশ্বকাপে নিজের ফিটনেস নিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘ক্রিকেটের সবচেয়ে বড় আসরে নিজেকে শতভাগ ফিট রাখার জন্য কঠোরভাবে কাজ করে যাচ্ছি। আশা করি বিশ্বকাপের আগে আরো পরিণত হবো।’

ইমাদ আরো বলেন, ‘আমি প্রস্তুত এই বড় টুর্নামেন্টে খেলার জন্য। আমি দেশের জন্য সেরাটা দিয়ে চেষ্টা করবো।’

লেগ স্পিনার শাদাব খান সম্পর্কে এই অলরাউন্ডার বলেন, ‘শাদাব খান দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। পাকিস্তান দলে, সে সমার্থের প্রমাণ দিয়েছে। তবে ভারতের বিপক্ষে শাদাব থাকলে অনেক চাপ প্রয়োগ করতে পারে। শাদাবের জায়গাটা অপূরণীয়। আশা করি, বিশ্বকাপের আগেই সে সুস্থ্য হয়ে দলে ফিরবে। আমরা বিশ্বকাপে যেকোনো দলের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। বিশ্বকাপে প্রতিটা দলই সেরা হয়ে আসে। সব দলই চায় উপরের দিকে উঠতে।’

পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি সম্পর্কে ইমাদ বলেন, ‘ভারতের বিপক্ষে উইকেট নেয়ার ব্যাপারে শাহিন অনেক আত্মবিশ্বাসী। আমি এর আগে ভারতের বিপক্ষে খেলেছি, তবে ভালো করতে পারিনি। এবার ভালো করার সুযোগ এসেছে।’

২৩ এপ্রিল ইংল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের জন্য দেশ ত্যাগ করবে পাকিস্তান। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি ওডিআই ও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজ শেষে ৩১ মে কার্ডিফে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান।


আরো সংবাদ



premium cement
লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবার কবরে শুয়ে ছেলের প্রতিবাদ

সকল