১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

তাসকিনের ‘শিশুসুলভ কান্না’ আমার পছন্দ হয়নি: খালেদ মাহমুদ

- ছবি : সংগৃহীত

২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের গুরুভার ছিল তার ওপর, এবার বিশ্বকাপেও দলের ম্যানেজার হতে পারেন বাংলাদেশ ন্যাশনাল টিমের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

সম্প্রতি, বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর গণমাধ্যম ও সমাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। বিশ্বকাপ দল ঘোষণার দিন বিকেল বিসিবি একডেমিতে ফিটনেস নিয়ে কাজ করতে এসে, সাংবাদিকদের সাথে কথা বলেন তাসকিন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের একপর্যায়ে দলে জায়গা না পাওয়ার কষ্টে সবার সম্মুখে কান্নাকাটি করে ফেলেন তাসকিন। আর তা, একদমই ভালো লাগেনি বাংলাদেশ দলের সাবেক অলরাউন্ডার খালেদ মাহমুদ সুজনের কাছে।

শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও আবাহনী লিমিটেডের খেলা ডাগ আউটে বসে দেখেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস ও খালেদ মাহমুদ।

খেলা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সাবেক এই অধিনায়ক। আলোচনায় আসে তাসকিনের দলে না থাকার প্রশ্নও। এসময় তাসকিনের কান্নাকাটি নিয়ে কথা বলেন সুজন।

খালেদ মাহমুদ সুজন বলেন, 'যেভাবে এটা মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে আমি মনে করি, এটা যেকোনো ন্যাশনাল প্লেয়ারের জন্য ডিসগ্রেস। এটা শিশুসুলভ আচরণ।'

তাসকিনকে মানসিকভাবে শক্ত হওয়ার পরামর্শ দিয়ে সুজন বলেন, ‘মেন্টালিটির দিক থেকে আমাদের শক্তিশালী হতে হবে। আমরা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলি। এখানে তো অনেক কঠিন অবস্থা আসবে, এখানে যদি আপনি হেরে কাঁদেন... কঠিন অবস্থা হ্যান্ডেল করতে হবে।'

তাসকিনের কান্না নিয়ে সুজন আরও বলেন, 'আমি খুব কাছের মানুষের সাথে বিষয়গুলো শেয়ার করব। কাছের মানুষ বলতে আমার বাবা-মা ফ্রেন্ডস-ফ্যামিলি, যারা খুব ক্লোজ। কিন্তু এটা পাবলিকলি আসা ঠিক না। আমি সবসময় তাসকিনকে অন্য চোখে দেখি, খুব ছোট থেকে তাসকিনকে দেখে এসেছি। আমার কাছে ভালো লাগেনি। হিজ গ্রোন আপ। হিজ নো মোর আন্ডার নাইন্টিন। প্লেয়ারের খারাপ সময় যাবে, খারাপ হবে, ভালো হবে। সিলেক্টররা একটা মাত্র কারণেই ওকে আটকে রেখেছে, সেটা হচ্ছে ফিটনেসের ব্যাপারে।'

উল্লেখ্য, ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে যৌথ আয়োজনে বসতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসর। ইতোমধ্যে অধিকাংশ দেশ তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। ১৬ এপ্রিল বাংলাদেশ টিমও ১৫ সদস্যের দল ঘোষণা করে। কিন্তু, দলে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদের।

২ জুন দ্য ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।


আরো সংবাদ



premium cement
জলদস্যুদের কবলে পড়া জাহাজে অভিযানের প্রস্তুতি, দুই দস্যু আটক ভাঙ্গায় গৃহবধূর ৩ মেয়েসন্তান প্রসব, সাহায্যের আবেদন ব্যারিস্টার কাজলের মুক্তির দাবিতে বার কাউন্সিলের সামনে আইনজীবী সমাবেশ টাঙ্গাইলে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, ২ জনের যাবজ্জীবন কেনিয়ায় বাস দুর্ঘটনায় ১১ শিক্ষার্থী নিহত খুলনার ইঁদুর মারার বিদ্যুতের তারে জড়িয়ে বউ-শাশুড়ির মৃত্যু কুবিতে‘বেআইনিভাবে' ডিন নিয়োগের প্রতিবাদে সিন্ডিকেট সদস্যের পদত্যাগ জুলুম-নির্যাতন চালিয়ে সরকার ক্ষমতা ধরে রাখতে পারবে না : মির্জা ফখরুল গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলের নিষেধাজ্ঞা যুদ্ধাপরাধের শামিল : জাতিসঙ্ঘ সঙ্গীতশিল্পী খালিদকে বাবা-মায়ের পাশে গোপালগঞ্জে দাফন রাণীনগরে টমটম গাড়ির ধাক্কায় নিহত ১

সকল