১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

বিরাটের কাছে থেকেই বুকে ছেঁকা দিতে চায় পরাজয়

বিরাটের কাছে থেকেই বুকে ছেঁকা দিতে চায় পরাজয় - ছবি : সংগ্রহ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা ছয় ম্যাচ হেরে রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলির ওপর দিয়ে বয়ে গেছে সমালোচনার ঘূর্ণিঝড়। টানা ছয় ম্যাচ হারের পর ৭ম ম্যাচে জয়ের দেখা পায় বেঙ্গালুরু। কিন্তু সেই ম্যাচের পর ৮ম ম্যাচে এসে আবারো হারের বৃত্তে ঢুকে যায় বিরাটের দল। এ যেন হারের সঙ্গে ভালোবাসার সন্ধি গড়তে আইপিএলে নেমেছে দলটি। বিরাট পরাজয়কে যতই এড়িয়ে যেতে চায়, পরাজয় বিরাটের কাছে থেকেই বুকে ছেঁকা দিতে চায়।

সমালোচকরা যতই বিরূপ প্রতিক্রিয়া করুক, আর কোহলি যতই পরাজয়ের বৃত্ত থেকে বের হতে চেষ্টা করুক, পরাজয় যেন তাকে ছাড়তে রাজি নয়। তা না হলে, টানা ছয় হারের পর এক ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরলেও পরের ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারতে হলো ৫ উইকেটে।

আইপিএলের ৩১তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নেমে ডি ভিলিযার্সের ৫১ বলে ৭১, মঈন আলির ৩২ বলে ৫০ এবং পার্থিব প্যাটেলের ২০ বলে ২৮ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে। পুঁজিটা লড়াই করার মতোই ছিল।

১৭১ রানের লক্ষ্যে নেমে কুইন্টন ডি ককের ২৬ বল ৪০, রহিত শার্মার ২৮, সূর্যকুমার ২৯ রান করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। জয়ের সম্ভাবনা ছিল কোহলিদের পক্ষে; কিন্তু শেষ দিকে জয়ে জয়ে হারতে হলো বেঙ্গলুরুকে হার্দিক পান্ডিয়ার ১৬ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংসের কাছে। এক ওভার হাতে রেখেই ৫ উইকেটে ম্যাচটি জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এ সাথে অধিনায়ক বিরাট কোহলি ও তার দল বেঙ্গালুরুর নামের পাশে রচিত হলো আরেকটি হারে।

হারের সাথে কোহলির রসায়ন এমন হয়ে দাঁড়িয়েছে, ‘পরাজয়’ ছেড়ে কোহলি বাঁচলেও, তাকে ছেড়ে যেন পরজায় বাঁচবে না। এ যেন পরাজয়ের অন্তরঙ্গ ভালোবাসায় সিক্ত ভারতের এই অধিনায়ক।

বিরাটের দলের এমন হারে প্রশ্ন দেখা দিয়েছে তার অধিনায়কত্ব নিয়েও। সেই প্রশ্ন শুধু আইপিএলে সীমাবদ্ধ নয়, এসে দাঁড়িয়েছে আসন্ন ২০১৯ বিশ্বকাপ আসরে তার অধিনায়কত্ব কেমন হবে তা নিয়েও। বিশ্বকাপকে মাথায় রেখে, ইতোমধ্যে তাকে আইপিএল থেকে বিশ্রাম দেয়ার কথা বলেছেন কিংবদন্তীরা।


আরো সংবাদ



premium cement
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা চরফ্যাশনে স্কুল শিক্ষিকাকে কোপানো মামলার আসামি গ্রেফতার ফরিদপুরে মাইক্রোবাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ভেটো ছাড়াই ফিলিস্তিনের জাতিসঙ্ঘ সদস্যপদ ঠেকানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র সখীপুরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভারী বৃষ্টিতে দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিসহ অবস্থা বেসিক ব্যাংক একীভূত করার প্রক্রিয়া বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভরিতে ২০৬৫ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন রেকর্ড ইরানি জবাব নিয়ে ভুল হিসাব করেছিল ইসরাইল! কূটনীতিতে বাইডেনবিরোধী হতে চান ট্রাম্প পেনাল্টিতে সাফল্য রিয়ালের জয়ের মানসিকতার প্রমাণ

সকল