১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শুভ জন্মদিন সাকিব আল হাসান

সাকিব আল হাসান
সাকিব আল হাসান - ছবি : সংগৃহীত

শুভ জন্মদিন সাকিব আল হাসান। ৩১ বছর পার করে ৩২তম বর্ষে পা দিলেন আজ। ১৯৮৭ সালের ২৪ মার্চে মাশরুর রেজা আর শিরিন শারমিনের ঘর আলোকিত করে আসেন সাকিব।

পরিবারের প্রথম ও একমাত্র ছেলে হিসেবে আদর আর ভালোবাসার কমতি ছিলনা। বাবা মাশরুর রেজা একসময় মাগুরায় ভালো ফুটবল খেলতেন, সেকারণেই সাকিবের শুরুটা হয় ফুটবল দিয়ে। বাবার ইচ্ছাও ছিল তাই। কিন্তু কিভাবে যে ক্রিকেটে চলে আসলেন তা ইতিহাস।

১৯৮৭ সালে আজকের দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন এই তারকা ক্রিকেটার। আজ ৩২ বছরে পা দিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক।

২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় সাকিব আল হাসানের। তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি’র একজন প্রাক্তন শিক্ষার্থী। তার খেলার মান আর ধারাবাহিকতা তাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। 

যা তাকে সবচেয়ে নির্ভরযোগ্য একজন খেলোয়াড়ে পরিণত করেছে। এছাড়াও তার রয়েছে বিশ্বের সেরা অলরাউন্ডার হওয়ার কৃতিত্ব।

এখন পর্যন্ত ১৯৫ ম্যাচের ওয়ানডেতে ৫ হাজার ৫৭৭ রান ও ২৪৭ উইকেট নিয়েছেন সাকিব। এদিকে ৫৫ টেস্টে ৩ হাজার ৮০৭ রান ও ২০৫ উইকেট পেয়েছেন তিনি। আর ৭২টি টি-টোয়েন্টিতে তিনি করেছেন ১ হাজার ৪৭১ রান। নিয়েছেন ৮৫ রান। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার ৮৫৫ রানের মালিক এখন সাকিব। এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ।

এবারের জন্মদিনে দেশে নেই সাকিব। আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আজ কলকাতার বিরুদ্ধে হায়দরাবাদের ম্যাচ।


আরো সংবাদ



premium cement
জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন সিরিয়ায় আইএস-এর হামলায় সরকার সমর্থক ২০ সেনা সদস্য নিহত

সকল