১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রাজনীতির ইনিংস শুরু গৌতম গম্ভীরের

বিজেপিতে যোগ দিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর - ছবি : সংগৃহীত

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। শুরু হল তার রাজনীতির ইনিংস। শুক্রবার বিজেপির সদর দপ্তরে বিজেপি নেতা ও মোদি সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে স্বাগত জানান সাবেক এই ওপেনারকে। নভজ্যোৎ সিং সিধু, মুহাম্মদ আজহারউদ্দিনের মতোই আরও এক ক্রিকেটার এলেন সক্রিয় রাজনীতিতে। ভারতের আসন্ন জাতীয় নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন দলটি থেকে।

বেশ কিছুদিন ধরেই রাজধানীতে গম্ভীরকে নিয়ে চর্চা চলছিল। প্রাক্তন ওপেনার নয়াদিল্লি থেকে প্রার্থী হতে পারেন বলে রাজনৈতিক মহলে ফিসফাস শোনা যাচ্ছিল। গম্ভীরের বাড়ি দিল্লির রাজেন্দ্র নগরে।

২০১৪ সালের লোকসভা ভোটে পঞ্জাবের অমৃতসর আসনে অরুণ জেটলির হয়ে প্রচারে নেমেছিলেন গৌতম গম্ভীর। যদিও সেই প্রচারের ফলাফল ইতিবাচক হয়নি। কংগ্রেসের অমরিন্দর সিংয়ের কাছে হারতে হয়েছিল জেটলিকে। তখন থেকেই জল্পনা শুরু হয় যে, বিজেপিতে যোগ দিচ্ছেন গম্ভীর। আনুষ্ঠানিক ঘোষণা কবে হবে তা নিয়ে অবশ্য গত পাঁচ বছর ধরে চর্চা চলেছে। এ বার লোকসভা ভোটের আগে ফের সেই জল্পনা জোরদার হয়েছিল।

ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ জেতা গৌতম অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে। আইপিএলে খেলছেন কলকাতা নাইটরাইডার্সের হয়ে। সূত্র: আনন্দবাজার


আরো সংবাদ



premium cement