২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

হাসপাতালে যেতে হলো সেই উইলিয়ামসনকে

কেন উইলিয়ামসন - ছবি : সংগ্রহ

গুরুতর চোট পাওয়ায় হাসপাতালে নিয়ে যেতে হলো নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে৷ বেসিন রিজার্ভে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান কিউয়ি ক্যাপ্টেন৷

আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে কোনো ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট৷ সুতরাং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সোমবার সকালে উইলিয়ামসনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বাঁ-কাঁধের স্ক্যান করা হয় কিউয়ি ক্যাপ্টেনের৷রোববার বাংলাদেশের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় ড্রাইভ দিতে গিয়ে কাঁধে চোট পান উইলিয়ামসন৷ কিন্তু সোমবার ব্যাটিং করার সময় অস্বস্তিবোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত কিউয়ি টিম ম্যানেজমেন্ট৷

কাঁধে চোট নিয়েও ব্যাটিং করেন উইলিয়ামসন৷ ৭৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কিউয়ি অধিনায়ক৷ ১০১ বলের ইনিংসে ১১টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিও মারেন তিনি৷ কিন্তু তাইজুল ইসলামের হাতে কট অ্যান্ড বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে বেশ অস্বস্তিতে ছিলেন উইলিয়ামসন৷

টেস্টের প্রথম দু’দিন বৃষ্টিতে ধুয়ে গেলেও বাকি তিন পরিষ্কার আকাশের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ এতেও টেস্টের ফলাফলের সম্ভাবনা দেখা যাচ্ছে৷ প্রথম ইনিংস বাংলাদেশের ২১১ রানের জবাবে ৬ উইকেটে ৪৩২ রান তুলে ইনিংস ছেড়ে দেয় নিউজিল্যান্ড৷ ডাবল সেঞ্চুরি করেন টপ-অর্ডার ব্যাটসম্যান রস টেলর৷ সেঞ্চুরি করেন হেনরি নিকোলস৷ প্রথম ইনিংসে ২২১ রানে পিছিয়ে থেকে সোমবার চতুর্থ দিনের শেষে ৩ উইকেটে ৮০ রান তুলেছে বাংলাদেশ৷


আরো সংবাদ



premium cement