২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

তবুও সিরিজ জেতার স্বপ্ন মিরাজের

প্রথম ওয়ানডেতে মিরাজ - ছবি : এএফপি

প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। শনিবার বাংলাদেশ সময় ভোর চারটায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচ হারলে শেষ হয়ে যাবে সিরিজ। সেই সাথে শুরু হবে হোয়াইটওয়াশের শঙ্কা। কিন্তু ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অলরাউন্ডার মিরাজ আত্মবিশ্বাসের সঙ্গেই বললেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের পক্ষে এখনো সিরিজ জেতা সম্ভব।’

যদিও ইতিহাস বাংলাদেশর বিপক্ষেই কথা বলছে। এর আগে তিন বার নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ। সেই ৩ বারই ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে। মানে তিন সফরে ৯টি ওয়ানডেতেই হার। এছাড়া ২০১৫ বিশ্বকাপের একমাত্র সাক্ষাতেও হার।
নিউজিল্যান্ডের মাটিতে এ পর্যন্ত খেলা ১১টিতেই জিতেছে নিউজিল্যান্ড, হেরেছে বাংলাদেশ। সেই বাংলাদেশ টানা দুই ম্যাচেই জিততে, এমনটা বিশ্বাস করা কঠিন।

তবে হাল ছাড়তে রাজি নন লড়াকু মিরাজ। বলেন , ‘এখনো সম্ভব।’ শুধু তিনি একা নন, তার কথাতেই স্পষ্ট, দলের সবারই একই বিশ্বাস, ‘এখনো সিরিজ জিততে পারে বাংলাদেশ।’ পরিসংখ্যান স্পষ্টই বলছে, এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বাংলাদেশ দলকে গড়তে হবে ইতিহাস।

এই লক্ষ্য বাস্তবায়ন করতে পরিকল্পনাও নিয়েছে বাংলাদেশ দল। মিরাজ বলেন, ‘সিরিজ জিততে হলে বাকি দুইটা ম্যাচ জিততে হবে। ফলে কালকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। কাল যদি জিততে পারি, পরের ম্যাচটা আত্মবিশ্বাস নিয়ে নামতে পারব। প্রথম ম্যাচে প্রথম ১০ ওভারের আগেই আমাদের ৪ উইকেট পড়ে যায়। আমরা এ নিয়ে কথা বলেছি। প্রথম ১০ ওভারে যদি রান অল্পও হয় সমস্যা নেই। আমাদের উইকেট ধরে রেখে খেলতে হবে। টপ অর্ডার প্রথম ১০ ওভার খেলে দিতে পারলে, আমাদের ভালো সুযোগ থাকবে।’


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশে কাতার আমিরের সফরে কী লাভ ও উদ্দেশ্য? মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের

সকল