১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

আম্পায়ার আলিম দারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

আম্পায়ার আলিম দার - সংগৃহীত

কিংসমিডে চলতি টেস্টে হাসিম আমলা এলবিডব্লিউ হলেও তাকে আউট করতে পারলেন না শ্রীলঙ্কার বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্ডো! অবাক করার মতো হলেও এটাই সত্যি।

এই আউটের আবেদন আম্পায়ার আলিম দার নাকচ করে দেন। ফলে ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেমে ফের আবেদন করার সুযোগ ছিল ফার্নান্ডোর। কিন্তু তা চাইতে দেরি হওয়ায় আম্পায়ার সেই আবেদনও বাতিল করে দেন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সত্যিই দেরি হয়েছে কি না, বিতর্ক তা নিয়েই।

বুধবার প্রথম টেস্টের প্রথম ওভারেই ডিন এলগার আউট হওয়ার পরেই আমলা পরিষ্কার এলবিডব্লিউ ছিলেন, যা পরে টিভি রিপ্লে-তে ধরা পড়ে। কিন্তু তৃতীয় আম্পায়ারের কাছে রিভিউ চেয়েও কোনো লাভ হয়নি। আম্পায়ার দার জানিয়ে দেন, ১৫ সেকেন্ডের মধ্যে সেই আবেদন করেননি শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। আইসিসি-র টেস্ট প্লেইং কন্ডিশন-এর ৩.২.২ ধারা অনুযায়ী, বল ‘ডেড’ হওয়ার ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউয়ের আবেদন করতে হয়।

অথচ টিভি ধারাভাষ্যকাররা রিপ্লেয় দেখেন, রিভিউ চাইতে ১৩ সেকেন্ড সময় নিয়েছে শ্রীলঙ্কা। এই সময়ের হিসেব রাখা টিভি আম্পায়ার ইয়ান গোল্ডেরও এক্তিয়ারভুক্ত। দারের ভুল তিনি ধরিয়ে দিতে পারতেন। কিন্তু তাও করেননি তিনি। বল ‘ডেড’ হয়ে যাওয়ার দশ সেকেন্ড পরে বোলার ও তাঁর অধিনায়কের কাছে মাঠের আম্পায়ার জানতে চান, তাঁরা রিভিউ চাইবেন কি না। দারকে এ দিন তাও করতে দেখা যায়নি। রিভিউ হলে টেস্টের শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে ০-২ করে দিয়ে চাপে ফেলে দিতে পারত শ্রীলঙ্কা। তা না পারলেও দক্ষিণ আফ্রিকাকে ২৩৫ রানে অলআউট করে দেয় শ্রীলঙ্কা। ফার্নান্ডো চার উইকেট নেন ৬২ রান দিয়ে। অপর মিডিয়াম পেসার কাসুন রজিতা নেন তিন উইকেট। কুইন্টন ডি কক করলেন ৮০। জবাবে শ্রীলঙ্কা দিনের শেষে ৪৯-১। আমলা দ্বিতীয় স্লিপে কুশল মেন্ডিসকে ক্যাচ দিলে সেই আবেদনও নাকচ হয়ে গিয়েছিল। কিন্তু গোল্ড সেই ভুল শুধরে দেন।

 

হোয়াইটওয়াশ এড়াল ইংল্যান্ড

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২৩২ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল সফরকারী ইংল্যান্ড। তবে প্রথম দুই টেস্ট জয়ের কারণে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। 

সেন্ট লুসিয়াতে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৩২৫ রান করেছিল ইংল্যান্ড। ফলে ৬ উইকেট হাতে নিয়ে ৪৪৮ রানে এগিয়ে ছিল ইংলিশরা। চতুর্থ দিন ৫ উইকেটে ৩৬১ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৮৫ রানের বড় টার্গেট দিতে পারে ইংলিশরা। 
৪৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। পরের দিকের ব্যাটসম্যানরাও ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও, এক প্রান্ত আগলে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন রোস্টন চেজ। 

২৫২ রানে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হলেও, ১০২ রানে অপরাজিত থেকে যান চেজ। ১৯১ বল মোকাবেলা করে ১২টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান চেজ। ইংল্যান্ডের জেমস এন্ডারসন-মঈন আলি তিনটি করে উইকেট নেন। 
ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের মার্ক উড ও সিরিজ সেরা হন ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ। টেস্ট সিরিজ শেষে এবার পাঁচ ম্যাচের ওয়ানডে লড়াইয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।


আরো সংবাদ



premium cement
জনগণের শক্তির কাছে আ'লীগকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেরিনা তাবাসসুম বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের ট্রাকচাপায় নিহত ১৪ : তদন্ত কমিটি গঠন, চালক-হেলপার গ্রেফতার নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে মধ্যস্তকারীর ভূমিকা থেকে সরে যাবে কাতার! আফ্রিদির সাথে বিবাদের বিষয়ে কথা বললেন বাবর বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সাথে টেস্ট খেলতে চান রোহিত অধ্যাপক মাযহারুল ইসলামের বাসভবনে অধ্যাপক মুজিবুর রহমান ইউক্রেনের ২০টি ড্রোন, ২টি ক্ষেপণাস্ত্র নিষ্কিৃয় করল রাশিয়া তালেবানকে আফগান মাটি অন্যদের ব্যবহারের সুযোগ না দেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের।

সকল