১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

গালি দিয়ে বিপাকে তারকা ক্রিকেটার

'হোমোফোবিক' বলে বিপদে তারকা ক্রিকেটার - ছবি : সংগৃহীত

তৃতীয় টেস্ট জিতে ক্যারিবিয়ান সফরে সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধার করেছে ইংল্যান্ড৷ কিন্তু সোশাল মিডিয়ায় অন্য কারণে ভাইরাল হলেন ইংরেজ ক্যাপ্টেন জো রুট৷ বাইশ গজে ক্যারিবিয়ান পেসার শানন গ্যাব্রিয়েলের হোমোফোবিক মন্তব্যের জবাব দিলেন রুট৷

সেন্ট লুসিয়ায় সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে ২৩২ রানে জয়ে পেয়েছে ইংল্যান্ড৷ ক্যাপ্টেন রুটের ব্যাট থেকে এসেছে ১২২ রানের ম্যাচ জেতানো ইনিংস৷ কিন্তু ব্যাটের থেকে মুখে ক্যারিবিয়ান বোলারকে জবাব দিয়ে প্রাক্তনদের প্রশংসা কুড়লেন ইংরেজ অধিনায়ক৷ গ্যাব্রিয়েলের হোমোফোবিক মন্তব্যের জবাব দিয়ে রুট বলেন, ‘গে হওয়া কোনো অপরাধ নয়৷ সুতরাং এই বলে কাউকে অপমান করা উচিত নয়৷’

এই ঘটনার সাক্ষী ছিল সেন্ট লুসিয়ায় ডারেন সামি স্টেডিয়ামে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্টের তৃতীয় দিন৷ ক্যারিবিয়ান পেসারের বিরুদ্ধে কোড অফ কনডাক্ট লঙ্ঘনের অভিযোগ এনেছেন ম্যাচের দুই আম্পায়ার রড টাকার ও কুমার ধরমসেনা৷ তবে ম্যাচ রেফারি জেফ ক্রো কোনো সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত কোনো মন্তব্য করবে না আইসিসি৷


সিরিজ হারলেও শেষ টেস্টে বড় ব্যবধানে জয় রুটদের
সিরিজ হারলেও তৃতীয় তথা সিরিজের শেষ টেস্ট জিতে কিছুটা হলেও সম্মান পুনরুদ্ধার করল রুটবিগ্রেড৷ সেন্ট লুসিয়ায় তৃতীয় টেস্ট ২৩২ রানে জেতে ইংল্যান্ড৷ তবে তিন টেস্টের সিরিজ ২-১ জিতল ওয়েস্ট ইন্ডিজ৷

৪৮৫ রান তাড়া করে ২৫২ রানে অল-আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ৷ ক্যারিবিয়ানদের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও উজ্জ্বল ছিল রস্টন চেজের ব্যাট৷ লড়াকু সেঞ্চুরি করে বিপর্যয় আটকালেও শেষরক্ষা হয়নি৷ কারণ তাকে সঙ্গে দেয়ার মতো কেউ ছিলেন না৷ ১৯১ বলে ১০২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন চেজ৷ ক্যারিবিয়ান ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর জোসেফের ৩৪৷ জেমস অ্যান্ডারসন ও মোয়েন আলি তিনটি করে উইকেট নেন৷

টেস্টের দ্বিতীয় দিনেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল ইংল্যান্ড৷ প্রথম ইনিংসে মার্ক উডের বিধ্বংসী বোলিংয়ের সামনে ১৫৪ রানে গুটিয়ে গিয়েছিল ক্যারিবিয়ান ইনিংস৷ প্রথম ইনিংসে ১২৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ৩৬১ রান তুলে ডিক্লেয়ার্ড দেয় ইংল্যান্ড৷ ১২২ রানের দুরন্ত ইনিংস খেলেন ক্যাপ্টেন জো রুট৷

ম্যাচের সেরা প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়া উড৷ আর সিরিজের সেরা ক্যারিবিয়ান পেসার কেমার রচ৷ প্রথম দু’টি টেস্টে রচের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইংরেজ ব্যাটসম্যানরা৷ সিরিজে ১৮টি উইকেট ক্যারিবিয়ান ডানহাতি পেসারের দখলে৷রচ বলেন, ‘সিরিজের সেরা হয়ে দারুণ লাগচ্ছে৷ কঠোর পরিশ্রমের ফল পেলাম৷ ইংল্যান্ড খুব ভালো দল৷ ওদের বিরুদ্ধে আমরা প্রথম থেকেই ছন্দে ছিলাম৷’

নির্বাসনের কারণে তৃতীয় টেস্ট খেলেননি ক্যারিবিয়ান ক্যাপ্টেন জেসন হোল্ডার৷ তাঁর পরিবর্তে সেন্ট লুসিয়ায় দলকে নেতৃত্ব দেন কার্লোস ব্রার্থওয়েট৷ তবে বুধবার ব্রিজটাউনে পাঁচ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ থেকেই ক্যারিবিয়ানদের নেতৃত্বে ফিরছেন হোল্ডার৷ বিশ্বকাপের আগে এই সিরিজ দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ৷


আরো সংবাদ



premium cement
কিমিচের একমাত্র গোলে আর্সেনালকে পরাজিত করে সেমিফাইনালে বায়ার্ন বিরোধী দলকে ভাঙতে ষড়যন্ত্র করছে সরকার : ড. মঈন খান মোস্তাফিজের বিকল্প ভাবছে চেন্নাই, দলে ভিড়িয়েছে এক ইংলিশ পেসার বিদেশ যাওয়া হলো না আশরাফুলের, বাসচাপায় মামাসহ নিহত ‘সন্ত্রাসীদের ঘরে ঢুকে মারা’ বিষয়ে নরেন্দ্র মোদির মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া মাতৃভূমি রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য : সেনাপ্রধান ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক ১ হাজার টাকার জন্য পেশাদার ছিনতাইকারীরা খুন করে ভ্যানচালক হারুনকে দেশের মানুষ পরিবর্তন চায় : মতিউর রহমান আকন্দ টানা ১১ জয়ে ডিপিএলের প্রথম পর্ব শেষ করলো আবাহনী দেশে করোনায় আরো একজনের মৃত্যু

সকল